‘ঘুড্ডি’ (১৯৮০) চলচ্চিত্র নির্মাণ করে খ্যাতি পেয়েছেন সৈয়দ সালাহউদ্দিন জাকী। আপাদমস্তক ছবির এই মানুষের জন্মদিন উদযাপন করা হলো একটি অনুষ্ঠান মঞ্চে।
স্বাধীন ধারার চলচ্চিত্র নির্মাতাদের সংগঠন 'বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম' ৩০ বছর পদার্পন করছে। এ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় আয়োজন করা হয়েছে দুই দিনের অনুষ্ঠান। প্রথম দিন (২৬ আগস্ট) বিকেলে স্মৃতিচারণ পর্বে বক্তব্য রাখেন অনেকে। অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন সৈয়দ সালাউদ্দিন জাকী। সন্ধ্যা পৌনে ৬টার দিকে অনুষ্ঠান মঞ্চে অতিথিরা কেক কেটে আর উত্তরীয় পরিয়ে দিয়ে গুণী নির্মাতা জাকীর জন্মদিন পালন করলেন।
অনু্ষ্ঠানে উপস্থিত ছিলেন তানভীর মোকাম্মেল, মোরশেদুল ইসলাম, জাকির হোসেন রাজু, মানজারে হাসিন মুরাদ প্রমুখ।
‘ঘুড্ডি’র পর জাকী তৈরি করেছিলেন ‘লাল বেনারশী’ (আলমগীর, রোজিনা), ‘আয়না বিবির পালা’ (ইলিয়াস কাঞ্চন, অঞ্জু ঘোষ) ছবিগুলো। ১৯৯১ সালের পর তিনি আর কোনো ছবি তৈরি করেননি।
বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৬
এসও /টিএস