‘মহানায়ক’ উত্তম কুমারের ‘নায়ক’ ছবি ৫০ বছরে পদার্পণ করলো। সত্যজিৎ রায় পরিচালিত ছবিটি নানা কারণে আলোচিত।
* উত্তম কুমারের ক্যারিয়ারের ১১৪তম ছবি ‘নায়ক’।
* ‘নায়ক’-এর জন্য ট্র্যাঙ্গুলার পার্কের একটি দোকান থেকে স্যুট বানিয়েছিলেন উত্তম। তার প্রিয় দর্জি ছিলেন বরকত আলি ও গোলাম মহম্মদ।
* একটি পুরনো চশমার ফ্রেম নিয়ে উত্তম কুমার ‘নায়ক’-এ ব্যবহৃত সানগ্লাসটি বানিয়েছিলেন।
* ‘নায়ক’-এ একটি দৃশ্যে টাকার চোরাবালিতে ডুবে যান উত্তম। এই দৃশ্যের জন্য নির্মাতা সত্যজিৎ রায় কাগজের টুকরো দিয়ে বানিয়েছিলেন টাকার পাহাড়।
* দৃশ্যধারণ শুরুর আগে উত্তমের জলবসন্ত হয়েছিলো। গালে দাগ পড়েছিলো। তবু মেকাপ ছাড়াই অভিনয় করেন মহানায়ক।
* ‘নায়ক’-এর দৃশ্যধারণের জন্য সত্যজিতের সহযোগিতায় স্টুডিওর ভেতরেই প্রথম শ্রেণীর কামরার আদলে সেট তৈরি করা হয়। এটি বানিয়েছিলেন শিল্প নির্দেশক বংশীচন্দ্র গুপ্ত।
* ‘নায়ক’-এর বেশিরভাগ ইনডোর দৃশ্যের শুটিং হয়েছিলো এনটি ওয়ান ও এনটি টুতে। আউটডোরের শুটিং হয় বন্ডেল রোডের কাছে একটি কারখানায়, খন্যানে, পার্ক সার্কাস ব্রিজের কাছে।
* ছবিটিতে ট্রেনের দুলুনির ইফেক্ট আনার জন্য ঠিক হয় বাইরে থেকে সেট দোলানো হবে। কিন্তু ক্যামেরা ভারি থাকায় সেটা হয়নি।
* ‘নায়ক’-এর সাউন্ড রেকর্ড করার জন্য ট্রেনের ভেস্টিবিউলে চেপে দিল্লি গিয়েছিলেন সত্যজিৎ রায় ও চিত্রগ্রাহক সুব্রত মিত্র।
* ‘নায়ক’ মুক্তি পায় ১৯৬৬ সালের ৬ মে। সিনেমা হল পেয়েছিলো তিনটি। এগুলো হলো- শ্রী, প্রাচীর ও ইন্দিরা।
* উদ্বোধনী প্রদর্শনীর দিন উত্তম ছবিতে ব্যবহৃত পোশাক পরে হাজির হয়েছিলেন। চোখে ছিলো কালো সানগ্লাস।
* ‘নায়ক’-এর উদ্বোধনী প্রদর্শনী দর্শকদের অতি উৎসাহে ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছিলো। ইন্দিরা সিনেমা হল ছাপিয়ে ভিড় উপচে পড়েছিলো পাশের এলাকায়। হাজরা মোড়ে ভক্তের ভিড়ে পড়ে জামার হাতা ছিঁড়ে গিয়েছিলো মহানায়কের।
বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৬
এসও/জেএইচ