প্রখ্যাত নজরুলসংগীত শিল্পী ফিরোজা বেগমের গাওয়া নজরুলের ১২টি গানের সংকলন এলো রবি-ইয়ন্ডার মিউজিক অ্যাপে। রোববার (২৮ আগস্ট) ‘জনম জনম গেলো’ নামে নজরুলসংগীতের অ্যালবামটি প্রকাশিত হয়েছে।
অ্যালবামের গানগুলো হলো- ‘বধূ মিটিলো না সাধ’, ‘আধো ধরণী আলো’, ‘জনম জনম গেলো’, ‘একলা গড়ি’, ‘যতো ফুল ততো ভুল’, ‘কথা কও’, ‘ভরিয়া পরাণ শুনিতেছি গান’, ‘চোখ গেলো চোখ গেলো’, ‘নয়ন ভরা জল’, ‘শুন্য এ বুকে’, ‘মোর প্রথম মনের মুকুল’, ‘ভেসে আসে সুদূর স্মৃতির সুরভী’।
দক্ষিণ এশিয়ায় নজরুলসংগীতের প্রসারে ফিরোজা বেগমের ছিলো উল্লেখযোগ্য ভূমিকা। দশ বছর বয়সে জাতীয় কবির সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিলো। এরপর থেকে তার ছাত্রী হিসেবে গানের চর্চা করেন তিনি। ষাটের দশকে নজরুলসংগীত গাওয়া শুরু করেন ফিরোজা বেগম। জীবদ্দশায় তিনি পেয়েছেন অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার।
রবি-ইয়ন্ডার মিউজিক অ্যাপ কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছেন, ‘অ্যালবামটি প্রকাশের মাধ্যমে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করলাম আমরা। এর মাধ্যমে তরুণ সমাজে নজরুলসংগীত আরও জনপ্রিয় হয়ে উঠবে বলে আমাদের প্রত্যাশা। ’
বাংলাদেশ সময় : ১২২৬ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৬
জেএইচ