ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

পাঁচ বছর পর কনার কণ্ঠে নজরুলসংগীত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৬
পাঁচ বছর পর কনার কণ্ঠে নজরুলসংগীত কনা, ছবি: নূর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

২০১১ সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘প্রিয় যাই যাই’ গানটি নতুন সংগীতায়োজনে গেয়ে প্রশংসিত হন কণ্ঠশিল্পী কনা। পাঁচ বছর তার গাওয়া নজরুলের গান বের হলো।

এবার তিনি গেয়েছেন ‘পরদেশী মেঘ’।  

রবি-ইয়ন্ডার মিউজিক অ্যাপে রোববার (২৮ আগস্ট) নজরুলসংগীতটি এসেছে। আগের দিন শনিবার এতে কণ্ঠ দেন কনা। এর সংগীতায়োজন করেছেন আমজাদ, সংগীত প্রযোজক হিসেবে ছিলেন জুয়েল মোর্শেদ।  

‘পরদেশী মেঘ’ গানটি বেছে নেওয়া প্রসঙ্গে কনা বাংলানিউজকে বললেন, ‘আমার বৃষ্টি ভালো লাগে। এই গানটা বৃষ্টির দিনে দারুণ লাগে। কথাগুলোও অসাধারণ। এটা নজরুলের বিরহ পর্যায়ের গান, তবে চরম রোমান্টিক!’ 

‘প্রিয় যাই যাই’-এর মতো ‘পরদেশী মেঘ’ গানের মিউজিক ভিডিও তৈরির ইচ্ছে আছে বলেও জানালেন কনা।  

* ‘প্রিয় যাই যাই’ গানের ভিডিও : 


* ‘আমি সাধারণ একজন কণ্ঠশিল্পী’
* ৫০ লাখ পেরোলো কনার ‘রেশমি চুড়ি’

বাংলাদেশ সময় : ১২৪০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।