ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

রেডিও আম্বারের উপদেষ্টা তিন বরেণ্য শিল্পী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৬
রেডিও আম্বারের উপদেষ্টা তিন বরেণ্য শিল্পী (বাঁ থেকে) আবিদা সুলতানা, রফিকুল আলম ও সৈয়দ আবদুল হাদী

নতুন এফএম স্টেশন রেডিও আম্বারের সঙ্গে যুক্ত হলেন দেশীয় সংগীত জগতের তিন কিংবদন্তি শিল্পী সৈয়দ আবদুল হাদী, রফিকুল আলম ও আবিদা সুলতানা। প্রতিষ্ঠানটির উপদেষ্টা হিসেবে কাজ করবেন তারা।

রেডিও আম্বার ১০২.৪ এফএম শুধু বাংলা সংস্কৃতি, বাংলা চিরায়ত সংগীত ও ধ্রুপদ বাংলা গানের সংমিশ্রণে অনুষ্ঠান সম্প্রচার করে যাচ্ছে। পরিচালক (অনুষ্ঠান) নওশীন নাহরিন মৌ জানান, এটি হবে দেশের প্রথম বিশেষায়িত রেডিও। প্রচলিত ধারার বাইরে গিয়ে ভিন্ন ধারার গান পরিবেশন করা হবে এতে। বাণিজ্যিক ও প্রতিযোগিতার এই সময়ে নিজস্ব সংস্কৃতির উত্তরাধিকার ধারণ করার আপাত কঠিন কাজটি করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

নওশীন বলেন, ‘চল্লিশোর্ধ শ্রোতাদের রুচি বিবেচনা করে আমরা অনুষ্ঠানগুলো সাজিয়েছি। সবসময় কেবল বাংলা গানই পরিবেশন করবো আমরা। এক্ষেত্রে ষাট দশক থেকে নব্বই দশকের হারিয়ে যাওয়া জনপ্রিয় গানগুলোকে প্রাধান্য দেওয়া হবে। পাশাপাশি এ প্রজন্মের শ্রোতাদেরকে শেকড়ের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার প্রচেষ্টা থাকবে। ’

যোগ করে নওশীন বলেন, ‘আমাদের সঙ্গে যুক্ত হওয়া উপদেষ্টারা দেশের সংগীত জগতের কিংবদন্তি। আমাদের মিউজিক লাইব্রেরি সমৃদ্ধ করতে সহযোগিতা করবেন তারা। কেমন গান শোনালে সহজে শ্রোতাদের কাছে যাওয়া যায়, সে বিষয়েও পরামর্শ দেবেন তারা। ’

রোববার (২৮ আগস্ট) রেডিও আম্বারের কার্যালয়ে এ তিন কণ্ঠশিল্পীর সঙ্গে চুক্তিস্বাক্ষর অনুষ্ঠিত হয়। এখানে ছিলেন রেডিও আম্বারের সিইও আমিনুল হাকিম, পরিচালক (মার্কেটিং) মো. আক্তারুজ্জামান ও পরিচালক (অনুষ্ঠান) নওশীন নাহরিন মৌ।

আগামী ১ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে রেডিও আম্বার। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। পরীক্ষামূলক সম্প্রচারে থাকা এই চ্যানেলে প্রতিদিন চারটি অনুষ্ঠান প্রচার হচ্ছে। এগুলো হলো- ব্রেকফাস্ট উইথ নওশীন, ওল্ড স্কুল, আম্বার নাইট এবং রাত প্রহরী। এ ছাড়াও প্রতি সপ্তাহে দু’দিন পরিবেশিত হয় ‘মোর মিউজিক’ ।  

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।