ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

নদী নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর গান (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৬
নদী নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর গান (ভিডিও) সঞ্জয় চৌধুরী

‘আজ রক্ত নালী শুকিয়ে গেছে, রক্তশূন্য দেশ/কেউবা কাঁদে সেই জ্বালায়, কেউবা আছে বেশ’- নদী নিয়ে এমন কথার একটি গান গেয়েছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সঞ্জয় চৌধুরী।  

এ গানের মিউজিক ভিডিওর দৃশ্যায়ন হয়েছে রংপুরের তিস্তা নদীর বুকে।

গত ১৭ আগস্ট ইউটিউবে গানটি উন্মুক্ত হয়েছে। এর কথা ও সুর সঞ্জয়ের নিজেরই। সংগীতায়োজনে মাসুদ ও শেফাল সিং।  

গানটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের কাছে সমাদৃত হয়েছে।  
শিক্ষক তুহিন ওয়াদুদ ফেসবুকে লিখেছেন, ‘গানটি গেয়েছে, লিখেছে, সুর করেছে আর ভিডিও নির্দেশনা দিয়েছে সঞ্জয় চৌধুরী। সব অংশেই তার প্রজ্ঞা আর মেধার ছাপ রয়েছে। ও অনেক বড় শিল্পী হোক। ’

* ‘রক্তশূন্য দেশ’ গানের ভিডিও : 

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।