ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

এফডিসিতেই নেই সালমান শাহ!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
এফডিসিতেই নেই সালমান শাহ! সালমান শাহ (জন্ম: ১৯ সেপ্টেম্বর, ১৯৭১-মৃত্যু: ৬ সেপ্টেম্বর, ১৯৯৬)

প্রয়াত মানুষের রেখে যাওয়া ভালো কাজই তাকে বাঁচিয়ে রাখে। স্মৃতিতে অম্লান থাকেন কাজের ফলেই।

মৃত্যুর ২০ বছর পরও দেশীয় চলচ্চিত্রের রাজপুত্র সালমান শাহ তার ভক্তদের মনে চিরভাস্বর। তার স্মৃতি যেন কোনোদিন ম্লান হওয়ার নয়। নিত্যনতুন আলোচনায় এখনও প্রাসঙ্গিক আর অতুলনীয় এক নায়ক তিনি।

এফডিসিকে বলা হয় শিল্পীদের আঁতুড়ঘর। দেশবাসীর মনে স্মরণীয় হলেও অমর শিল্পী সালমানের কোনো স্মৃতিচিহ্ন বা স্মারক নেই এফডিসিতে।  নায়কের মৃত্যুর পর থেকে তার নামে এফডিসির একটি ফ্লোরের নামকরণের দাবি উঠেছে। পরিবার ও ভক্তদের পক্ষ থেকে এই দাবি নিয়ে প্রতি বছর তার জন্ম বা মৃত্যুদিনে সমাবেশ, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।

প্রিয় নায়কের নামে ঢাকা ও সিলেটে সড়ক, এফডিসির একটি ফ্লোর, সিলেট স্টেডিয়ামের নামকরণ ও সালমান শাহ জাদুঘর স্থাপনের দাবিও উঠেছে নানা সময়ে। কিন্তু সবসময়ই এসব দাবি উপেক্ষিত। যেমন সালমান হত্যার বিচার কাজটিও সম্পন্ন হয়নি। কবে হবে বিচার, কবে খুলবে রহস্যজট- তা কেইবা বলতে পারে!

এফডিসিতে কেবল একটি শুটিংফ্লোরের নাম প্রয়াত নায়ক জসিমের নামে। অন্যগুলোকে চিনতে হয় সংখ্যা ধরে। এ ব্যাপারে মন্তব্য নেওয়ার জন্য এফডিসির ব্যবস্থাপনা পরিচালক তপন চন্দ্র ঘোষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। কারণ ট্রেনিংয়ের কাজে তিনি এখন অবস্থান করছেন জাপানে।   

এফডিসির পরিচালক (প্রশাসন ও অর্থ) লক্ষণচন্দ্র দেবনাথ বাংলানিউজকে বলেন, ‘আমার জানা মতে, লিখিতভাবে আমাদের কাছে কোনো দাবি নিয়ে আসা হয়নি। সালমান শাহ ছিলেন অভিনয়শিল্পী। এ ব্যাপারে চলচ্চিত্র শিল্পী সমিতি উদ্যোগ নিলে এফডিসি কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনা করবেন। এর পাশাপাশি পরিচালক, প্রযোজক, পরিচালক ও ভক্তরাও দাবি জানাতে পারেন। ’

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬ 
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।