অথৈই সাগরে উড়োজাহাজকে স্বেচ্ছায় নামিয়ে ফেলার মতো কাজ পাগল ছাড়া কেইবা করে! এরকম ঘটনা যে নেই তা কিন্তু না। আছে।
খুব বেশি আগের কথা নয়। ২০০৯ সালের ১৫ জানুয়ারি ১৫৫ যাত্রী নিয়ে মার্কিন এয়ারওয়েজ ফ্লাইট ১৫৪৯ নিউইয়র্ক সিটির ল্যাগার্ডিয়া বিমানবন্দর থেকে রওনা দেয়। বর্ষীয়ান মার্কিন এয়ারওয়েজ বৈমানিক ক্যাপ্টেন চেসলি সুলি সালানবার্গারের নেতৃত্বে এ সময় দায়িত্বে ছিলেন ফার্স্ট অফিসার জেফ্রি জেফ স্কাইলস।
কিন্তু তিন মিনিটে মাটি থেকে ২৮০০ ফুট ওপরে ওড়ার পরই ঘটে অঘটন। পাখির পালক ঢুকে পড়ায় দুটি ইঞ্জিনই বিকল হয়ে যায়। আশেপাশে কোনো বিমানবন্দর না থাকায় হাডসন নদীর হিমশীতল জলেই উড়োজাহাজ নামাতে বাধ্য হন সালি। এ ছাড়া তার কোনো উপায়ও ছিলো না।
সব যাত্রীকে বাঁচাতে পারায় সংবাদমাধ্যমে সালি হয়ে ওঠেন নায়ক। কিন্তু পরে সাংবাদিক ও গোয়েন্দাদের কারণে তার জীবন হয়ে ওঠে দুর্বিষহ। চাকরি, পরিবার ও সুনাম হারিয়ে যেতে বসে তার কাছ থেকে।
চেসলি সালানবার্গারের আত্মজীবনী ‘হাইয়েস্ট ডিউটি’তে লেখা আছে এই সত্যি গল্প। সাংবাদিক জেফ্রি জেসলোকে নিয়ে এটি লিখেছেন তিনি। বইটি অবলম্বনে চলচ্চিত্র পরিচালনা করলেন হলিউডের কিংবদন্তি তারকা ক্লিন্ট ইস্টউড। ‘সালি’ নামের ছবিটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন আরেক হেভিওয়েট তারকা টম হ্যাঙ্কস।
ইস্টউড ও হ্যাঙ্কস এবারই প্রথম জুটি বাঁধলেন। দু’জনের ঝুলিতে আছে ৯টি অস্কার মনোনয়ন। তাই এ ছবির পরতে পরতে যে অভিজ্ঞতার ছাপ পাওয়া যাবে তা নিয়ে নিশ্চিত সবাই।
২০০৯ সালে সংঘটিত ঘটনার সঙ্গে সম্পৃক্ত কোনো ব্যক্তির ভূমিকায় এ নিয়ে দ্বিতীয়বার অভিনয় করলেন টম হ্যাঙ্কস। তিন বছর আগে মুক্তি পাওয়া ‘ক্যাপ্টেন ফিলিপস’-এ তাকে দেখা গেছে ২০০৯ সালের এপ্রিলে সোমালি জলদস্যুদের হাতে জিম্মি নাবিক চরিত্রে। এজন্য অস্কার মনোনয়ন পেয়েছিলেন তিনি।
‘সালি’র জন্যও টম আবার অস্কারে মনোনীত হতে যাচ্ছেন বলে আশা করা হচ্ছে। এ ছবিতে আরও অভিনয় করেছেন অ্যারন একহার্ট, লরা লিনি, আনা গান, অটাম রিজার, হল্ট ম্যাকক্যালানি, জেমি শেরিড্যান, জেরি ফেরেরা প্রমুখ। ওয়ার্নার ব্রাদার্স পিকচার্সের পরিবেশনায় ১ ঘণ্টা ৩৬ মিনিট ব্যাপ্তির ‘সালি’ মুক্তি পাবে আগামী ৯ সেপ্টেম্বর।
বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
জেএইচ