ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ঢাকায় শিলাজিতের সিঙ্গেল ট্র্যাক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৬
ঢাকায় শিলাজিতের সিঙ্গেল ট্র্যাক শিলাজিৎ মজুমদার

সাধারণত নিজের কথা-সুরে গান করেন কলকাতার সংগীতশিল্পী শিলাজিৎ। দীর্ঘ সংগীতজীবনে চলচ্চিত্রে গাওয়ার পাশাপাশি করেছেন অভিনয়।

ব্যতিক্রমী কথা ও সুরের গানের কাণে এ দেশেও রয়েছে তার গানের শ্রোতা। সেই শিলাজিতের একটি গান বের হবে ঢাকা থেকে।  

গত বছর একটি এফএম রেডিওর আমন্ত্রণে প্রথমবার বাংলাদেশে এসেছিলেন শিলাজিৎ। ফিরে যাওয়ার আগে বলেছিলেন, ‘আমি এই দেশের গান গাইতে চাই। এই মানুষের সামনে প্রাণভরে পারফর্ম করতে চাই। বাঙ্গালি হিসেবে এটাও আমারই দেশ, কাঁটাতার এখানে ফ্যাক্টর হতে পারে না। ’

পশ্চিমবঙ্গের জনপ্রিয় এই সংগীতশিল্পীর সেই ইচ্ছে পুরণ হতে যাচ্ছে । সম্প্রতি তিনি গাইলেন জয় শাহরিয়ারের সুরে। মাহমুদ মানজুরের লেখা গানটির শিরোনাম ‘অসহায়’। ঈদে সিঙ্গেল আকারে সিএমভির ব্যানারে গানটি পাওয়া যাবে জিপি মিউজিক অ্যাপস-এ।  

সম্প্রতি কলকাতার স্টুডিওতে গানটি রেকর্ড হওয়ার পর শিলাজিৎ বলেন, ‘শেষ পর্যন্ত বাংলাদেশের গান গাইতে পেরে স্বস্তি পেয়েছি। আসলে গাইলে তো সবখানেই গাওয়া যায়। কিন্তু গাইবার মতো গানই-বা কোথায় পাই? সে হিসেবে এই গানটির কথা-সুর আমাকে টেনেছে, ভাবিয়েছে খুব। তাই মন ভরে গাইলাম, তৃপ্তি পেলাম। ’

সুরকার-সংগীত পরিচালক জয় শাহরিয়ার বলেন, ‘গানটি করতে গিয়ে বুঝলাম তিনি শুধু শিল্পী হিসেবেই নন, মানুষ হিসেবেও বড় হৃদয়ের। ভাবতে ভালো লাগছে, শিলাজিৎ এ দেশের জন্য প্রথম গানটি গাইলেন আমার সুর-সংগীতে। ’

শিলাজিৎ মজুমদার ত্রিশ বছরের ক্যারিয়ারে প্রকাশ করেছেন এক ডজন একক অ্যালবাম। অভিনয়ের সঙ্গে গান করেছেন প্রায় ২০টি চলচ্চিত্রে। ‘ লাল মাটির সরানে’, ‘ঝিন্টি তুই বৃষ্টি হতে পারতিস’, ‘ভগবান’, ‘এক্স ইকুয়্যালটু প্রেম’, ‘তোদের ঘুম পেয়েছে বাড়ি যা’, ‘জলফড়িং’ গানগুলোর মধ্য দিয়ে জনপ্রিয়তা পেয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৬
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।