ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সালমান শাহর জন্য এফডিসির মসজিদে দোয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৬
সালমান শাহর জন্য এফডিসির মসজিদে দোয়া ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

অমর নায়ক সালমান শাহর ২০তম মৃত্যুবার্ষিকীতে মঙ্গলবার এফডিসির মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সালমান শাহ স্মৃতি পরিষদের এই উদ্যোগে ছিলেন সংগঠনটির কর্মীরা।

 

ক্ষণজন্মা চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর পর গঠিত হয় সালমান শাহ স্মৃতি পরিষদ। প্রিয় নায়কের জন্ম ও মৃত্যু দিবসকে গুরুত্বের সঙ্গে পালন করেন এর সদস্যরা।  

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সালমান শাহ স্মরণে এফডিসিতে আর কোনো আয়োজন চোখে না পড়লেও সালমান শাহ স্মৃতি পরিষদের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজনটি ছিলো চোখে পড়ার মতো।  

এই দোয়া মাহফিলে অংশ নেন সালমান শাহ অভিনীত প্রথম ছবি ‘কেয়ামত থেকে কেয়ামত’-এর পরিচালক সোহানুর রহমান সোহান। এ ছাড়া চলচ্চিত্র সংশ্লিষ্ট তেমন কাউকে পাওয়া যায়নি। এখানে তিনি ও অংশগ্রহণকারীরা প্রয়াত নায়কের আত্মার শান্তি কামনা করেন।

সালমান শাহ স্মৃতি পরিষদ থেকে জানানো হয়, আগামী ১৯ সেপ্টেম্বর সালমান শাহর জন্মদিন উপলক্ষে উৎসব করবে সংগঠনটি।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৬
এসও/টিএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।