ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বুসান চলচ্চিত্র উৎসবের বিচারক ফারুকী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৬
বুসান চলচ্চিত্র উৎসবের বিচারক ফারুকী মোস্তফা সরয়ার ফারুকী

দক্ষিণ কোরিয়ার বুসান চলচ্চিত্র উৎসবের ২১তম আসরে বিচারক হওয়ার আমন্ত্রণ পেলেন বাংলাদেশের নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। পৃথক দুটি পুরস্কারজয়ী ছবি নির্বাচনে বিচারকের দায়িত্ব পালন করবেন তিনি।

 

বুসান উৎসব ওয়েবসাইট বলছে, সেরা এশীয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও সেরা কোরিয়ান স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্বাচন করার দায়িত্বে থাকছেন ফারুকী। তিনি ছাড়াও রয়েছেন মিউনিখ উৎসবের প্রোগ্রামার বার্নহার্ড কার্ল ও কোরিয়ান চলচ্চিত্র সমালোচক নাম দা ইউন।

এবারই প্রথম বুসানে বাংলাদেশের কেউ বিচারক নির্বাচিত হলেন। তাই স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ফারুকী। সুখবরটি পাওয়ার পর বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে কথা হলো তার সঙ্গে। তিনি বাংলানিউজকে বললেন, ‘প্রথম কোনো বাংলাদেশি হিসেবে বুসান উৎসবে বিচারকের আসনে বসবো, এজন্য আমি উচ্ছ্বসিত। আমার আনন্দ হচ্ছে এজন্য যে, আগামীতে কী ধরনের চলচ্চিত্র প্রবণতা থাকবে তা স্বল্পদৈর্ঘ্য ছবির বিভাগগুলোতে আবিষ্কারের সুযোগ পাবো। ’

এবারের উৎসবে পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র বিভাগে মালির প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ফিল্মমেকার সোলেমানু সিসের নেতৃত্বে বিচারক হিসেবে থাকছেন রটারডাম উৎসব পরিচালক বেরো বেয়ার, ‘লাঞ্চবক্স’ ও ‘মাসান’ ছবির প্রযোজক গুনীত মঙ্গা, কোরীয় পরিচালক ঝ্যাং লু ও ইরানি নির্মাতা মাহমুদ কালারি।  

এদিকে উৎসবের এক্সটার্নাল জুরি হিসেবে নেটপ্যাক থেকে আছেন বাংলাদেশের আরেক নির্মাতা গোলাম রাব্বানী বিপ্লব। অন্য দু’জন হলেন লিথুয়ানিয়ার উৎসব প্রোগ্রামার ও কোরিয়ার চলচ্চিত্র কর্মী।  

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।