ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বাঙালি নারী সুপারহিরো আজরা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৬
বাঙালি নারী সুপারহিরো আজরা

পশ্চিমা দেশগুলোতে সুপারহিরোদেরকে দেখা যায় জনতার ভিড়ে মিশে যেতে। আঁটসাট পোশাকে সুপারহিরোরা আমেরিকার পথে পথে মন্দ মানুষদের তাড়া করে বেড়ায়।

তারা অপরাধীদের শাস্তি দিয়ে ন্যায়বিচার নিশ্চিত করে।  

এ দেশের অলি-গলি, চোরাপথ ও রাজপথে ঘুরে বেড়াচ্ছে এমনই এক সুপারহিরো। রোগা-পাতলা, শীর্ণ চেহারার এ সুপারহিরো মুখোশের আড়ালে অতি সাধারণ একজন নারী। তার নাম কালি। এ চরিত্রে অভিনয় করলেন র‍্যাম্প মডেল ও অভিনেত্রী আজরা মাহমুদ। ‘উধাও’ ছবির পরিচালক অমিত আশরাফ পরিচালিত ‘কালি’ নামের নতুন মিনি সিরিজে নাম ভূমিকায় দেখা যাবে তাকে।  

গল্পে কালি কারও জন্য আশার আলো, কারও জন্য দূরাশার অন্ধকার। আবার কারও কাছে সে সাক্ষাৎ মৃত্যুদূত হিসেবে আবির্ভূত হয়। ভালো-মন্দ সবার কাছেই এক দুর্ভেদ্য রহস্য সে। সুপারহিরো হয়ে ওঠার আগে কালিকে সহ্য করতে হয়েছে অবর্ণনীয় অন্যায় ও অত্যাচার। এক পর্যায়ে এ অন্যায়ের দাঁতভাঙা জবাব দিয়ে সে ঘুরে দাঁড়িয়েছে জীবনের পথে।  

নিপীড়িত আর অত্যাচারিতের রুখে দাঁড়ানোর প্রতীক কালি। নিরবে সব অন্যায় সহ্য করে ত্রাণকর্তা হয়ে সে নেমে আসে শহরকে পাপের লেলিহান অগ্নিশিখা হতে মুক্ত করতে। অপরাধীদের, পাপী ও গণশত্রুদের সে পোড়াতে চায় সে আগুনে, যা তাকে দগ্ধ করে বেড়িয়েছে এতোদিন। এই অগ্নিকন্যাকে কেউ চেনে না।  

আগামী ১২ সেপ্টেম্বর অনলাইনে মুক্তি পাচ্ছে এই মিনি সিরিজ। বায়োস্কোপলাইভ ডটকমে এটি দেখা যাবে। এরই মধ্যে এর প্রোমো প্রকাশিত হয়েছে বায়োস্কোপের ফেসবুক পেজে।

* কালি মিনি সিরিজের প্রোমো দেখতে ক্লিক করুন : 

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।