সংগীতশিল্পী ইমরান ও ভারতীয় গায়িকা পলক মুচ্ছালের দ্বৈত অ্যালবাম ‘আমার ইচ্ছে কোথায়’ বের হচ্ছে ঈদ উপলক্ষে। এরই মধ্যে ইউটিউবে উন্মুক্ত হলো তাদের একটি দ্বৈত গানের মিউজিক ভিডিও।
গানটির কথা এমন- ‘সবাই চলে যাবে একজনই পারবে না/একজন কেউ থাকুক যে তোমাকে ছাড়বে না/মন ভালো নেই জানি মন তবু হারবে না/একজন কেউ থাকুক যে তোমাকে ছাড়বে না। ’ ভিডিওতে ইমরানের সঙ্গে মডেল হয়েছেন সায়রা আক্তার জাহান। প্রেক্ষাগৃহর ব্যানারে এটি নির্মাণ করেছেন শাহরিয়ার পলক।
‘সবাই চলে যাবে’সহ অ্যালবামের বাকি পাঁচটি গানও লিখেছেন জুলফিকার রাসেল। এর মধ্যে পলক ও ইমরানের দুটি দ্বৈত। এ ছাড়া ইমরানের তিনটি একক ও পলকের একটি একক গান থাকছে। সব গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান। ‘আমার ইচ্ছে কোথায়’ বাজারে আনছে সাউন্ডটেক।
এ অ্যালবামের সব গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান। তিনি বলেছেন, ‘পলক মুচ্ছালের সঙ্গে প্রথমবার কাজ করেছি, এটা আমার জন্য আনন্দের। প্রেক্ষাগৃহ বাহিনী ও সায়রা অনেক পরিশ্রম করেছে। ভিডিওটি সবাই উপভোগ করলে আমাদের পরিশ্রম সার্থক হবে। সবার ঈদ কাটুক বাংলা গানের সঙ্গে। ’
বলিউডের ‘আশিকি-টু’ ছবির ‘চাহু ম্যায় ইয়া না’, ‘মেরি আশিকি (তু মুঝে ছোড় যায়ে)’, ‘খামোশিয়া’ ছবির ‘বাতে ইয়ে কাভি না’, ‘প্রেম রতন ধন পায়ো’ ছবির শিরোনাম-গানগুলোর গায়িকা পলক মুচ্ছাল।
* সবাই চলে যাবে গানের ভিডিও :
বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৬
জেএইচ