ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

চার তারকার অভিযান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৬
চার তারকার অভিযান

অমিতাভ বচ্চন, আমির খান, কারিনা কাপুর খান, ফারহান আখতার- বলিউডের এমন নামী তারকারা যোগ দিয়েছেন একটি অভিযানে। ভারতে শুরু হওয়া ‘গ্লোবাল সিটিজেন মুভমেন্ট’-এ অংশ নিচ্ছেন তারা।

 

এ উপলক্ষে গ্লোবাল সিটিজেন ইন্ডিয়ার আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ফারহান আখতার পুরুষের আলাদা সংজ্ঞা দিলেন কবিতার মাধ্যমে। একই কথা আমিরের মুখেও। পানীয় জল নিয়ে মহারাষ্ট্রে কাজ করছেন তিনি। তাই গ্লোবাল সিটিজেনের এই উদ্যোগকে সাধুবাদ জানালেন মিস্টার পারফেকশনিস্ট। অন্যদিকে অমিতাভ ও কারিনা আগে থেকেই এমন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।

সন্তান সম্ভাবা কারিনা সম্প্রতি সমাজসেবী এই সংস্থাটির অনুষ্ঠানে এসে জানান, লিঙ্গবৈষম্য কুরে কুরে খাচ্ছে তৃতীয় বিশ্বকে। সন্তান ছেলে নাকি মেয়ে হবে- এমন প্রশ্ন শুনতে শুনতে বিরক্ত কারিনা।  

কারিনা বলেন, ‘ব্যাপারটা কী বলুন তো? যেখানেই যাচ্ছি, এই প্রশ্নটার মুখে পড়তে হচ্ছে আমাকে। সাইফকেও সবাই এটিই জিজ্ঞেস করছে! ছেলে হোক বা মেয়ে- কী যায় আসে! আমি নিজে একজন মেয়ে, কাজেই কন্যাসন্তানে আপত্তি থাকবে কেন? তাছাড়া আমার মনে হয়, একজন ছেলে যা করতে পারতো, আমি আমার মা-বাবার জন্য তার চেয়ে বেশিই করেছি’।  

গ্লোবাল সিটিজেন ইন্ডিয়ার কর্তারা জানান, ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠানের উদ্বোধন করবে কোল্ডপে। সারা ভারতে চলবে এই অভিযান। বলিউড তারকাদের অংশগ্রহণ এই উদ্যোগকে সফল করবে বলে তাদের বিশ্বাস।  

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।