ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

কিমের ডাকাতদের খুঁজছে প্যারিস পুলিশ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৬
কিমের ডাকাতদের খুঁজছে প্যারিস পুলিশ কিম কারদাশিয়ান

পুলিশের পোশাকে মুখোশ পরে প্যারিসের একটি অ্যাপার্টমেন্টে জোরপূর্বক ঢুকে আমেরিকান রিয়েলিটি টিভি তারকা কিম কারদাশিয়ানকে অস্ত্রের মুখে যারা জিম্মি করে দামি মালামাল লুট করেছে, প্যারিস পুলিশ তাদের হন্যে হয়ে এখন খুঁজছে। খবর বিবিসি ও রয়টার্সের।

ডাকাতরা গত রোববার দিবাগত রাত তিনটায় (৩ অক্টোবর) প্রথমে কিমের মাথায় পিস্তল ঠেকিয়ে তাকে জিম্মি করে। এরপর বাথরুমে নিয়ে তাকে বেঁধে রাখে। আইটেলি টেলিভিশন চ্যানেলের দাবি, প্যাকেট টেপ দিয়ে কিমকে বাঁধা হয়।

ডাকাতরা ১ কোটি ইউরো (৮৭ লাখ পাউন্ড; ১ কোটি ১২ লাখ ডলার) মূল্যের স্বর্ণালঙ্কার লুট করেছে। এর মধ্যে ছিলো ৪০ লাখ ইউরো মূল্যের একটি আংটি। কিমের কাছ থেকে লুট করে নিয়ে যাওয়া একটি বাক্সে ৬০ লাখ ইউরো মূল্যের অলঙ্কার সামগ্রী ছিলো। খবর এপির।

প্যারিস পুলিশ এখন পাঁচজনের এই ডাকাতদলকে দিনরাত খুঁজছে। তাদের মধ্যে দু’জন কিমের ভাড়া করা বিলাসবহুল অ্যাপার্টমেন্টে ঢুকে পড়ে রাত আড়াইটায়। বাইরে অপরাধী দলটির আরও তিন সদস্য ছিলো। সবাই পুলিশি-ঢঙের জ্যাকেট পরেছিলো বলে বিবিসি জানিয়েছে।

কিম কোন কক্ষে থাকেন তা জানাতে বাড়িটিতে দায়িত্বরত নিরাপত্তা রক্ষীকে অস্ত্রের মুখে জোর করা হয়। ডাকাতরা প্রথমে প্রহরীকে হ্যান্ডকাফ পরিয়ে আটকে রাখে। এরপর তারা ভেতরে গিয়ে লুট করে।  ই! নিউজ একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ডাকাতদের কাছে প্রাণভিক্ষা চেয়েছিলেন কিম। ঘরে দুই শিশুসন্তান আছে বলেও জানান তিনি। তার ধারণা ছিলো, ডাকাতরা তাকে মেরে ফেলবে। ডাকাতি শেষে ডাকাতরা বাইসাইকেল চালিয়ে পালিয়ে যায়। কিমকে বাথরুমে ও প্রহরীকে সিঁড়িতে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে পুলিশ।

প্যারিসের মেয়র আন হিদালগোর বিশ্বাস, পুলিশ দ্রুত অপরাধীদের শনাক্ত করে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হবে। তার দাবি, শহরটিতে এ ধরনের ঘটনা সচরাচর ঘটে না। প্যারিসে জনসমাগম আছে এমন এলাকায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন নেই বলে মনে করেন তিনি। মেয়র যোগ করে জানান, কিমকে আগামীতেও সবসময় প্যারিসে স্বাগত জানানো হবে।

টিভি ফাইভ মন্দ চ্যানেলকে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রী জ্যঁ-মর্ক এহো বলেছেন, ‘যা ঘটেছে খুবই দুঃখজনক। এ ঘটনার জন্য দায়ীদের কঠোর শাস্তি পেতে হবে। ’ যোগ করে তিনি বলেন, ‘ফরাসি জনগণের মতো এ দেশে আসা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা পুরোপুরি সচেষ্ট। ’

তবে আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য প্রার্থী বর্তমান প্যারিস কাউন্সিলের সদস্য নাতালি কসচাসকো মনে করেন, এই ডাকাতির ঘটনা প্রমাণ করে দিয়েছে ফ্রান্সের রাজধানীতে এখন জরুরি নিরাপত্তা প্রয়োজন। ইউরোপ ওয়ান রেডিওকে তিনি বলেন, ‘আই লাভ প্যারিস প্রচারণার জন্য আমরা যেসব ব্যয়বহুল বিজ্ঞাপনী কার্যক্রম চালিয়েছি, কিম কারদাশিয়ানের এ ঘটনা সবকিছুকে তুচ্ছ করে দিয়েছে। ’

ফ্রান্সের সংবাদমাধ্যমগুলো এ ঘটনায় বিস্মিত হয়ে প্রশ্ন তুলেছে, প্যারিসে এ ধরনের ডাকাতি কীভাবে সম্ভব? এরই মধ্যে সাম্প্রতিক সময়ের সন্ত্রাসী হামলায় ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে শহরটির। কিমের মতো তারকার ঘরে ঢুকে ডাকাতি হওয়াটা দেশটিতে জরুরি অবস্থা দাবি করে বলে মনে করেন পর্যটন বিশেষজ্ঞ দিদিয়ের আরিনো।

এদিকে ডাকাতির কয়েক ঘণ্টা পর ব্যক্তিগত উড়োজাহাজে চড়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ফিরেছেন কিম কারদাশিয়ান ওয়েস্ট। তাকে মা ক্রিস জেনারের সঙ্গে দেখা গেছে। তিনিও প্যারিস ফ্যাশন উইকে অংশ নিতে গিয়েছিলেন। নিউইয়র্কের ম্যানহাটানের তাদের অ্যাপার্টমেন্টের সামনে কিমের স্বামী র‌্যাপার কানইয়ে ওয়েস্ট ও দুই বন্ধু জনাথান শেবান ও লা লা অ্যান্থনিকে দেখা গেছে। কিন্তু সবাই সাংবাদিকদের এড়িয়ে গেছেন।

কিমকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি হওয়ার ঘটনা শুনেই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মিডৌস মিউজিক অ্যান্ড আর্টস ফেস্টিভ্যালে সংগীত পরিবেশনের মাঝপথে চলে যান কানইয়ে। ভক্তদের উদ্দেশে টুইটারে পোস্ট করা ভিডিও বার্তায় ৩৯ বছর বয়সী এই তারকা বলেন, ‘আমি দুঃখিত। জরুরি পারিবারিক কারণে আমাকে অনুষ্ঠানটি বন্ধ করে যেতে হচ্ছে। ’

প্যারিসের ম্যাডেলেইন চার্চের পেছন দিকের এক নিরিবিলি ভবনে উঠেছিলেন কিম। এতে ঢোকা ও বের হওয়ার একাধিক পথ রয়েছে। ২০১৪ সালে কানইয়েকে বিয়ে করার আগেও একবার এখানে ছিলেন তিনি। অ্যাপার্টমেন্টটির জন্য প্রতি রাতে গুনতে হয় ১৫ হাজার ইউরো।

কিমের মুখপাত্র ইনা ট্রেসিওকাস সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মনের ভেতর প্রাণ হারানোর ভীতি তৈরি হলেও শারীরিকভাবে তাকে কোনো আঘাত করেনি ডাকাতরা। কিম-কানইয়ে দম্পতির দুই সন্তান তিন বছরের কন্যা নর্থ ও দশ মাস বয়সী পুত্র সেইন্ট ডাকাতির সময় কিমের কাছে ছিলেন কি-না তা নিশ্চিত করতে পারেনি কেউ।

দুই সন্তানের মা কিম কারদাশিয়ান ‘কিপিং আপ উইথ দ্য কারদাশিয়ানস’ রিয়েলিটি সিরিজের সুবাদে ঘরে ঘরে পরিচিত। শুরুতে রিয়েলিটি তারকা প্যারিস হিলটনের স্টাইলিস্ট ও বান্ধবী হিসেবে পরিচিতি পান তিনি।

আরও পড়ুন>>>
* কিমকে বাথরুমে বেঁধে রেখেছিলো ডাকাতরা
* কিমকে জিম্মি করে কোটি টাকার অলঙ্কার ডাকাতি
* প্যারিসে দুই বন্দুকধারীর হাতে জিম্মি কিম কারদাশিয়ান

বাংলাদেশ সময় : ১১৩৪ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।