ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

গানই ছিলো কিশোর কুমারের ওষুধ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৬
গানই ছিলো কিশোর কুমারের ওষুধ কিশোর কুমার

এলেন, দেখলেন এবং জয় করলেন- অভিনেতা-গায়ক কিশোর কুমারের সাফল্যের গল্প ছিলো এমনই। প্রায় চার দশক ধরে মেধার স্বাক্ষর রেখে দর্শক-শ্রোতাদের কল্পনাকে ছুঁয়ে গেছেন তিনি।

১৯৮৭ সালের ১৩ অক্টোবর মাত্র ৫৮ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে চিরবিদায় নেন কিংবদন্তি এই শিল্পী।

কিশোর কুমারের ২৯তম মৃত্যুবার্ষিকীতে কিশোরকে স্মরণ করলেন ভারতীয় গায়িকা লতা মঙ্গেশকর। তারা দ্বৈত কণ্ঠে গেয়েছিলেন ‘তেরে বিনা জিন্দেগি সে’, ‘তুম আ গ্যায়ে হো নূর আ গ্যায়া’, ‘তুঝ সাঙ প্রীত’, ‘কারবাতে বদলতে রাহে’।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দীর্ঘ টুইটার পোস্টে লতা লিখেছেন, ‘আজ কিশোরদার পূণ্যতিথি। এমন কোনো দিন নেই যেদিন তাকে আমার মনে পড়েনি। তার হাসি, অন্যদের হাসানো- সব মনে পড়ে। কিন্তু তিনি কতো একা আর দুঃখী ছিলেন, আমি তা জানি। কারণ তিনি আমার কাছে মনের কথা ভাগাভাগি করতেন। এতোকিছুর পরও তার গানে নেতিবাচক প্রভাব পড়েনি। সংগীতই ছিলো তার সব দুঃখ ভোলার ওষুধ। এই বহুমুখী প্রতিভাবান মানুষটিকে ভাবপূর্ণ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করি। ’

কিশোর কুমার নিঃসন্দেহে বলিউডের সবচেয়ে সফল কণ্ঠশিল্পীদের মধ্যে ছিলেন অন্যতম। তিনি অভিনেতা আর সংগীত পরিচালক হিসেবেও সুনাম কুড়িয়েছেন। হিন্দির পাশাপাশি বাংলা, মারাঠি, আসামিস, ভোজপুরি, মালয়ালাম ও উর্দুতে গেয়েছেন গুণী এই শিল্পী।

একক কণ্ঠে গাওয়া কিশোর কুমারের বিখ্যাত গানের তালিকায় আছে ‘এক লাড়কি ভিগি ভাগি সি’ (চলতি কা নাম গাড়ি), ‘ইয়ে শাম মাস্তানি’ (কটি পতঙ্গ), ‘গাতা রাহে মেরা দিল’ (গাইড), ‘মেরি ভিগি ভিগি সি’ (অনামিকা), ‘চিঙ্গারি কোই ভাড়কে’ (অমর প্রেম) প্রভৃতি।

* ‘আন্ধি’ ছবির ‘তুম আ গ্যায়ে হো’ গানের ভিডিও :

বাংলাদেশ সময় : ১৮০৩ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।