ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

রাজা ভূমিবলের মৃত্যুতে তিন দিন পর শুটিং

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৬
রাজা ভূমিবলের মৃত্যুতে তিন দিন পর শুটিং

‘হিং টিং ছট’ নামের একটি ধারাবাহিক নাটকের কাজ করতে থাইল্যান্ডের পাতায়ায় গেছেন জনপ্রিয় অভিনয়শিল্পীরা। তাদের মধ্যে আছেন তারিক আনাম খান, তানিয়া আহমেদ, সাজু খাদেম, ফারহানা মিলি, মিশু সাব্বির, তৌসিফ মাহবুব, শবনম ফারিয়া, সিয়াম আহমেদ, লুৎফুন্নাহার আশা, শাহতাজ ও আরফান আহমেদ।

গত ১২ অক্টোবর প্রায় পুরো ইউনিট যায় সেখানে। পরদিনই মারা যান থাইল্যান্ডের রাজা ভূমিবল আদুলিয়াদে। ফেসবুক আলাপে তৌসিফ বাংলানিউজকে বলেন, ‘থাইল্যাল্ড পৌঁছানোর পরদিনই দুঃসংবাদটি পাই আমরা। ভূমিবল ছিলেন বিশ্বে সবচেয়ে দীর্ঘ সময় (৭০ বছর) সিংহাসনে থাকা রাজা। বলা হচ্ছে, পিতৃহারা হলো থাইল্যান্ড। তাই দেশটিতে রাষ্ট্রীয় শোক চলছে। এ অবস্থায় আমরা শুটিং শুরু করিনি। ’

যোগ করে তৌসিফ আরও বলেন, ‘রাজার মৃত্যু ছাড়াও আমাদের টিমের কয়েকজন অভিনয়শিল্পী পরে আসায় শুটিং স্থগিত রাখা হয় তিন দিন। এই তিন দিন আমরা থাইল্যান্ডের বিভিন্ন স্থানে ঘুরেছি। ’

রোববার (১৬ অক্টোবর) থেকে নাটকটির চিত্রায়ন শুরু হয়েছে পুরোদমে। ‘হিং টিং ছট’ লিখেছেন ও পরিচালনা করছেন রাজিবুল ইসলাম রাজিব। নির্বাহী প্রযোজক হিসেবে আছেন সাজু মুনতাসীর। তারা ঢাকায় ফিরবেন আগামী ২৮ অক্টোবর।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৬
জেএমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।