ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বিচারকের সঙ্গে অভিনয়

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৬
বিচারকের সঙ্গে অভিনয় রিয়াজের সঙ্গে লামিয়া মিমো

২০০৯ সালে এফডিসি ও এনটিভির যৌথ আয়োজনে ‘সুপার হিরো সুপার হিরোইন’ প্রতিযোগিতার সুপার হিরোইন মুকুট জয়ী লামিয়া মিমোকে বেশ কয়েকজন তারকা বিচারকের মুখোমুখি হতে হয়েছে। তাদের মধ্যে ছিলেন চিত্রনায়ক রিয়াজ।

তার সঙ্গে এবার অভিনয় করলেন জনপ্রিয় এই অভিনেত্রী।

জানা গেলো, ‘যে ছিলো আমার স্বপ্নচারিণী’ নামের নাটকে রিয়াজের সঙ্গে দেখা যাবে মিমোকে। রিয়াজের সঙ্গে তোলা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে তিনি লিখেছেন, ‘অবশেষে আমার বিচারককে সহশিল্পী হিসেবে পেলাম। আমার অনেকদিনের ইচ্ছে পূরণ হলো। এজন্য আমি সত্যিই খুব উচ্ছ্বসিত। অভিনেতা হিসেবে তিনি আমার সবসময়ের প্রিয়। ’

রোববার (১৬ অক্টোবর) মিমোর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বাংলানিউজকে বললেন, ‘আমার প্রিয় অভিনেতা রিয়াজ ভাইয়ের সঙ্গে অভিনয় করতে পেরে নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছে। সত্যিই আমি খুব আনন্দিত। ‘সুপার হিরো সুপার হিরোইন’ প্রতিযোগিতায় থাকাকালীন বিচারক হিসেবে তিনি আমাকে বরাবরই সাত থেকে নয়ের মধ্যে মার্কিং দিতেন। তার সঙ্গে অনেক অনুষ্ঠানে পারফর্ম করেছি। এবার একসঙ্গে অভিনয় করা হলো। ’

নাটকে রিয়াজকে ফারসাদ ও মিমোকে দেখা যাবে নমিতা চরিত্রে। বন্ধুত্বের সুবাদে পারিবারিকভাবে তাদের বিয়ে ঠিক হয়। কিন্তু মেয়েটি তার প্রাক্তন প্রেমিকের সঙ্গে বিচ্ছেদের পর থেকে মানসিকভাবে ভেঙে পড়ে। শেষ পর‌্যন্ত ফারসাদ ও নমিতার সফল পরিণতি হয়।

‘যে ছিলো আমার স্বপ্নচারিণী’ লিখেছেন মমর রুবেল, পরিচালনায় সুজন বড়ুয়া। উত্তরার দিয়াবাড়িতে রোববার (১৬ অক্টোবর) থেকে এর দৃশ্যধারণ চলছে। সোমবার হবে কাজ হবে মন্দিরা শুটিং হাউজে।

শাকিব খানের বিপরীতে ‘কিং খান’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বড়পর্দায় চিত্রনায়িকা হিসেবে নাম লেখান মিমো। এরপর আরও কয়েকটি ছবিতে দেখা গেছে তাকে। এখন তিনি টিভি নাটকেই নিয়মিত।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৬
জেএমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।