ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

কাজের বুয়া সুষমা, নাইটগার্ড দিনার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৬
কাজের বুয়া সুষমা, নাইটগার্ড দিনার ‘কৃষ্ণপক্ষ’ নাটকে সুষমা সরকার, শিশুশল্পী মাইশা ও ইন্তেখাব দিনার

বস্তির একটি ঘরে কাঁথা সেলাই করছেন অভিনেত্রী সুষমা সরকার। তার পাশে বই পড়ছে একটি বালিকা।

দু’জনের সঙ্গে বসে আছেন ইন্তেখাব দিনার। টিনের ঘরটিতে সূর্য উঁকি দিলেও তাদের জীবনে নেই কোনো আলো। মা-বাবা মেয়েকে ভালোমন্দ কিছু খাওয়াতে পারে না। সুষমা অন্যদের বাড়িতে কাজের বুয়া আর দিনার কাজ করেন চৌকিদার অর্থাৎ নাইট গার্ড হিসেবে। ‘কৃষ্ণপক্ষ’ নাটকে তাদেরকে দেখা যাবে এভাবে।

এ প্রসঙ্গে সুষমা বাংলানিউজকে বললেন, ‘এবারই প্রথম কাজের বুয়ার চরিত্রে অভিনয় করলাম। সমাজের কঠিন বাস্তবতাকে ঘিরে সাজানো হয়েছে গল্পটি। আমাদের কাজের বুয়ারা বিভিন্ন বাড়িতে গিয়ে কতোভাবে নির্যাতিত হয় কিংবা রাতের ঢাকার চিত্র কেমন তা অনেকের কাছেই অজানা। সমাজের এরকম প্রান্তিক জনগোষ্ঠীর মাধ্যমে সমাজের নানা প্রতিকূলতার চিত্র ফুটিয়ে তোলা হয়েছে এ নাটকে। ’

নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন তুহিন হোসেন। এতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন কচি খন্দকার। সম্প্রতি তুরাগ নদীর পাশের একটি বস্তিতে ‘কৃষ্ণপক্ষ’র দৃশ্যধারণ সম্পন্ন হয়। শিগগিরই এটি চ্যানেল আইতে প্রচার হবে বলে জানা যায়।

এদিকে সুষমা সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন জাজ মাল্টিমিডিয়ার নতুন ছবি ‘ধ্যাত-তেরিকি’তে। এতে তাকে দেখা যাবে বাংলা সিরিয়ালপ্রেমীর ভূমিকায়। তার নাম পাখি। সম্প্রতি তিনি শেষ করেছেন নূরুল আলম আতিক পরিচালিত ‘পেয়ারার সুবাস’ নামের একটি ছবির কাজ।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৬
জেএমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।