ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

অলিম্পিকে ভারতের প্রথম সোনাজয়ের ছবিতে অক্ষয়

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
অলিম্পিকে ভারতের প্রথম সোনাজয়ের ছবিতে অক্ষয় অক্ষয় কুমার

অভিনেতা অক্ষয় কুমার নিজের আগামী ছবি ‘গোল্ড’-এর প্রথম পোস্টার গত ২১ অক্টোবর সন্ধ্যায় উন্মুক্ত করে ভক্তদের চমকে দিলেন। এটি যৌথভাবে প্রযোজনা করবেন ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানি।

 

১৯৪৮ সালে স্বাধীন জাতি হিসেবে ভারতের প্রথম অলিম্পিক স্বর্ণপদক জয়ের ঐতিহাসিক গল্প নিয়ে তৈরি হবে ছবিটি। পদকটি এসেছিলো পুরুষদের হকিতে। ‘গোল্ড’ মুক্তি পাবে ২০১৮ সালের ১৫ আগস্ট।

ছবিটি পরিচালনা করবেন রীমা কাগতি। তিনি সবশেষ ২০১২ সালে ‘তালাশ’ পরিচালনা করেন। এতে ছিলেন আমির খান, রানী মুখার্জি ও কারিনা কাপুর খান।  

অক্ষয়কে সবশেষ বড়পর্দায় দেখা গেছে ‘রুস্তম’ ছবিতে। তিনি এখন ব্যস্ত সুভাষ কাপুরের ‘জলি এলএলবি টু’ নিয়ে। এতে তার বিপরীতে থাকছেন হুমা কুরেশি। সুপারস্টার রজনীকান্তর সঙ্গে ‘রোবট টু’ ছবিতেও অভিনয় করছেন অক্ষয়।

বাংলাদেশ সময় : ২০০১ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।