ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সিয়াটলে সেরা ছবি ‘আয়নাবাজি’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
সিয়াটলে সেরা ছবি ‘আয়নাবাজি’

যুক্তরাষ্ট্রের সিয়াটল সাউথ এশিয়ান চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেলো ‘আয়নাবাজি’। ছবিটির পক্ষে এ পুরস্কার গ্রহণ করেন প্রযোজক জিয়াউদ্দিন আদিল।

তিনি তখন বলেন, “নির্মাণের সময় আমাদের বিশ্বাস ছিলো, ‘আয়নাবাজি’ বাংলাদেশের জন্য খ্যাতি বয়ে আনবে। আমরা আশাবাদী, এটি আরও খ্যাতি অর্জন করতে সক্ষম হবে। ”

গত ১৪ অক্টোবর সিয়াটল আর্ট মিউজিয়ামে উৎসবের উদ্বোধনী প্রদর্শনীতে দেখানো হয় অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ‘আয়নাবাজি’। এ সময় প্রধান অতিথি হিসেবে ছিলেন ছবিটির প্রধান অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের ছবি নিয়ে ১১তম সিয়াটল সাউথ এশিয়ান চলচ্চিত্র উৎসবের পর্দা নামে ২২ অক্টোবর।

পরিচালক অমিতাভ রেজা বলেছেন, ‘যে কোনো পুরস্কারই এক ধরনের অনুপ্রেরণা। কিন্তু আমার কাছে সবচেয়ে বড় পুরস্কার হলো সিনেমা হল থেকে বের হওয়া দর্শকের হাসিমুখ। ’

ছবিটি মুক্তি পায় গত ৩০ সেপ্টেম্বর। এতে আরও অভিনয় করেছেন নাবিলা, পার্থ বড়ুয়া, লুৎফর রহমান জর্জ, গাউসুল আলম শাওন, বৃন্দাবন দাশ প্রমুখ। গত মে মাসে ৬৯তম কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে অংশ নেয় ‘আয়নাবাজি’।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।