ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বাংলাদেশে আসছেন টম হ্যাঙ্কস ও ইরফান খান!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
বাংলাদেশে আসছেন টম হ্যাঙ্কস ও ইরফান খান! বাঁ থেকে ইরফান খান, টম হ্যাঙ্কস ও ফেলিসিটি জোনস

অবশেষে রুপালি পর্দা আলো করতে যাচ্ছে ড্যান ব্রাউনের জনপ্রিয় উপন্যাস ‘ইনফার্নো’। এই উপন্যাস অবলম্বণে নির্মিত চলচ্চিত্র ‘ইনফার্নো’ নিয়ে বিশ্বব্যাপী হাজির হচ্ছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা টম হ্যাঙ্কস ও বলিউড অভিনেতা ইরফান খান।

শুক্রবার (২৮ অক্টোবর) যুক্তরাষ্ট্রসহ বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে এই চলচ্চিত্রটি। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে ‘ইনফার্নো’। এ ছবির প্রধান চরিত্র প্রফেসর রবার্ট ল্যাংডনের ভূমিকায় বরাবরের মতো এবারও দেখা যাবে টম হ্যাঙ্কসকে। ছবিতে আরও অভিনয় করেছেন ফেলিসিটি জোনস, ওমর সাই, বেন ফস্টার এবং বলিউড অভিনেতা ইরফান খান।  

২০০৬ সালে মুক্তি পায় ‘দ্য দা ভিঞ্চি কোড’। এরপর ২০০৯ সালে এই সিরিজের দ্বিতীয় ছবি ‘অ্যাঞ্জেল অ্যান্ড ডেমন্স’ মুক্তি পায়। এই দুটি ছবি পরিচালনার ধারাবাহিকতায় সিরিজের তৃতীয় ছবিটিও পরিচালনা করেছেন অস্কারজয়ী রন হাওয়ার্ড। প্রায় সাত বছর এবার মুক্তি পেতে চলেছে এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি ‘ইনফার্নো’।  

এবারের গল্পটা আগের দুটি ছবির গল্পগুলোর থেকে একটু ভিন্ন। এখানে সাময়িকভাবে স্মৃতিভ্রমের শিকার হন প্রফেসর রবার্ট ল্যাংডন। এরপর তিনি সুস্থ হয়ে উঠলে জানতে পারেন, পৃথিবীতে এক নতুন মরণ রোগের উদ্ভব হয়েছে। যে রোগে এক ধাক্কায় পৃথিবীর জনসংখ্যা অর্ধেক হয়ে যেতে পারে! প্রফেসর জানতে পারেন, একমাত্র তিনিই এই বিপদ থেকে পৃথিবীকে বাঁচাতে পারেন। কিন্তু কিভাবে? তা দেখার জন্য অপেক্ষা করতে হবে ২৮ অক্টোবর পর্যন্ত।

ড্যান ব্রাউনের উপন্যাস ‘ইনফার্নো’ প্রকাশের প্রথম সপ্তাহেই বিক্রি হয়ে যায় আড়াই লাখেরও বেশি কপি। এই উপন্যাস অবলম্বনে নির্মিত আগের দুটি ছবিও প্রচুর ব্যবসায়িক সফলতা অর্জন করে। ‘দ্য দা ভিঞ্চি কোড’ আয় করেছিল প্রায় ৫০ কোটি মার্কিন ডলার। সবশেষ ‘অ্যাঞ্জেলস অ্যান্ড ডেমন্স’ তুলে এনেছিল ৩০ কোটিরও বেশি মার্কিন ডলার।

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
জেএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।