ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার ৪৭তম আসরে ‘ইন্ডিয়ান প্যানারমা’ বিভাগে মনোনীত হলো বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত ‘শঙ্খচিল’। বংলাদেশ ও ভারতের সীমান্ত জনপদের সমস্যা নিয়ে সাজানো ছবিটি পরিচালনা করেছেন গৌতম ঘোষ।
ভারত সরকারের আয়োজনে পর্যটন নগরী গোয়ার পানাজীতে আগামী ২০ নভেম্বর শুরু হয়ে উৎসব চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। এবার ‘ইন্ডিয়ান প্যানারমা’ বিভাগে আরও থাকছে সালমান খানের ‘সুলতান’, সঞ্জয়লীলা বানসালির ‘বাজিরাও মাস্তানি’, অক্ষয় কুমারের ‘এয়ারলিফট’ প্রভৃতি।
‘শঙ্খচিল’-এ অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কুসুম সিকদার, সাঁঝবাতি, মামুনুর রশিদ, প্রবীর মিত্র, রিয়াজ মাহমুদ জুয়েল, শাকিল আহমেদ, শাহেদ আলী, ভারতের প্রিয়াংশু চ্যাটার্জি, দিপঙ্কর দে, দীপঙ্কর দে, অরিন্দম শীল প্রমুখ।
ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছেন বাংলাদেশের হাবিবুর রহমান খান, ফরিদুর রেজা সাগর এবং ভারতের প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও মৌরায় চৌধুরী। ‘শঙ্খচিল’ এর আগে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা বাংলা ছবির পুরস্কার পেয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
জেএইচ