ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

অতিথিকে বিদায় দিতে আমিরের কৌশল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
অতিথিকে বিদায় দিতে আমিরের কৌশল আমির খান

বাড়িতে কোনো অতিথি বেশিদিন থাকলে তাকে তাড়ানোর বিশেষ একটি উপায় আছে সুপারস্টার আমির খানের। একটি লাইন বলেই অতিথিকে তিনি সংকেত দেন তার চলে যাওয়ার সময় হয়েছে।

৫১ বছর বয়সী এই অভিনেতা কৌশলটি শিখেছেন তার চাচা চলচ্চিত্র নির্মাতা নাসির হুসেইনের কাছে। সংকেতটি হলো সহজভাবে দাঁড়িয়ে অতিথিকে বলা, ‘আপনার সঙ্গে দারুণ সময় কাটলো। ’ এর অর্থ হলো, ‘বিদায়। অনুগ্রহপূর্বক এখন ঘরে ফিরে যান। ’

নাসিরের আত্মজীবনী ‘মিউজিক মাস্তি মডার্নিটি: দ্য সিনেমা অব নাসির হুসেইন’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে আমির বললেন, “চাচার কাছ থেকে একটা বিষয়ই শিখেছি এবং এটা কাজে লাগাই। আমরা বাচ্চারা সাধারণত তার ঘরে বসে খাওয়া-দাওয়া করতাম। আমাদের খুব স্নেহ করতেন তিনি। কিন্তু তার ঘুমানোর সময় হলেই তিনি সংকেত দিয়ে বলতেন, ‘তোমাদের সঙ্গে দারুণ সময় কাটলো। ’ সবসময় তিনি অতিথিকে এভাবে বিদায় জানাতেন। ”

যোগ করে আমির আরও বলেন, “নিজের জীবনে এই একটি সংলাপই ব্যবহার করেছি। কিরণ (স্ত্রী কিরণ রাও) ও আমার যদি মনে হয় অতিথিতে ঘর ভরে গেছে, তাহলে লোক কমাতে বলে ফেলি, ‘আপনাদের সঙ্গে দারুণ সময় কাটলো। ’ এর মাধ্যমে বলা হয়ে যায়- বিদায়। এবার বাড়ি যান!” তার মুখে এসব শুনে অতিথিদের মধ্যে হাসির রোল পড়ে যায়।

চাচা নাসির হুসেইন পারিবারিক মানুষ উল্লেখ করে আমির জানান, কাজে যতোই ব্যস্ত থাকুন না কেনো, বন্ধু ও আত্মীয়স্বজনের জন্য ঠিকই সময় বের করেন তিনি। ‘পিকে’ তারকার কথায়, ‘নাসির সাহেবের ঘর সবসময়ই আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শিশুদের উপস্থিতিতে মুখর থাকে। তবে তিনি কিংবা চাচিজান কখনও এমন ভাব করেননি যে, আমাদের কারণে বিরক্ত হচ্ছেন তারা। ’

আমির আরও বলেন, ‘আমরা প্রায় প্রতিদিনই তাদের বাড়িতে যেতাম। তিনি একজন পারিবারিক মানুষ। সন্ধ্যা ছয়টার মধ্যে ঘরে ফেরেন। পেশাগত ও ব্যক্তিজীবনকে তিনি কীভাবে এতো দারুণভাবে সামলে চলেন তা ভেবে বিস্মিত হই। ’

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।