ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ঢাকায় ফরাসি কমেডি ছবির প্রদর্শনী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৬
ঢাকায় ফরাসি কমেডি ছবির প্রদর্শনী

ঢাকা বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটি ও রেনোয়া ফিল্ম ক্লাব যৌথভাবে আয়োজন করেছে দুই দিনের চলচ্চিত্র প্রদর্শনী। আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার মিলনায়তনে দেখা যাবে ফরাসি কমেডির ওপর সাজানো দুটি ছবি।

সোমবার (৭ নভেম্বর) দুপুর আড়াইটায় রয়েছে ‘লো কহানু’। এর গল্পে ইতালিয়ান হলিডেতে বের হয়ে গাড়ি দুর্ঘটনার মুখে পড়ে এক দোকানদার, পুরোপুরি বিকল হয়ে পড়ে তার গাড়ি। দুর্ঘটনার দোষী ব্যক্তিকেই দিতে হবে যার ক্ষতিপূরণ। নির্ধারণ হলো দোকানদারের এক আমেরিকান বন্ধুর একটি গাড়ি দোষী লোকটিকে নিজ দায়িত্বে পৌঁছে দিতে হবে নাপেলস থেকে বর্দুতে। কিন্তু কি আছে আসলে ওই গাড়িতে? সন্দেহজনক এই গাড়িকে তার গন্তব্যে দিয়ে আসার মাঝখানের নানান-নাটকীয়তায় ভরপুর ‘ফ্রাঙ্কো-ইতালিয়ান’ এই গ্যাংস্টার প্যারোডি।

সোমবার বিকেল ৫টায় থাকছে ‘ডেলিকাটেসেন’। এটি এক অ্যাপার্টমেন্ট বিল্ডিং মালিকের গল্প। রহস্যে ভরপুর পরাবাস্তব এই ‘ব্ল্যাক কমেডির’ নায়ক যেখানে মাঝে মধ্যে নমনীয় হয়ে ওঠে তার অদ্ভুত বাসিন্দাদের সঙ্গে।  

আগামী ৮ নভেম্বর বিকেল ৫টায় রয়েছে ফরাসি কমেডির ওপর আলোচনা অনুষ্ঠান। তার আগে দুপুর আড়াইটায় দেখানো হবে ‘লো ডিনার দো কন’। এর সারসংক্ষেপ হলো- একদল ব্যবসায়ী গোপনে আয়োজিত এক ডিনার ডেটের জন্য প্রতিযোগীর খোঁজে নামে। কিন্তু রহস্যময় এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য তাদের দরকার সবচেয়ে অদ্ভুত আর বোকাস্বভাবের মানুষগুলোকে।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।