ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বার্সেলোনায় বাংলাদেশের দুই ছবি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
বার্সেলোনায় বাংলাদেশের দুই ছবি ‘আন্ডার কনস্ট্রাকশন’ ছবিতে শাহানা গোস্বামী, (ডানে) দৃশ্য: ‘মাই বাইসাইকেল’

স্পেনের বার্সেলোনার কাসা এশিয়া ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিচ্ছে বাংলাদেশের দুটি ছবি। এর মধ্যে বৃহস্পতিবার (১০ নভেম্বর) প্রদর্শিত হয়েছে অং রাখাইনের ‘মাই বাইসাইকেল’। শুক্রবার এখানে দেখানো হবে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘আন্ডার কনস্ট্রাকশন’।

স্পেনের বার্সেলোনার কাসা এশিয়া ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিচ্ছে বাংলাদেশের দুটি ছবি। এর মধ্যে বৃহস্পতিবার (১০ নভেম্বর) প্রদর্শিত হয়েছে অং রাখাইনের ‘মাই বাইসাইকেল’।

শুক্রবার এখানে দেখানো হবে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘আন্ডার কনস্ট্রাকশন’। দুটি ছবিই প্রযোজনা করেছে খনা টকিজ।

‘আন্ডার কনস্ট্রাকশন’-এর বিষয়বস্তু ভিন্ন কিছু পেশাজীবি নারীর বাস্তব জীবনের উপলব্ধি নিয়ে। যুক্তরাষ্ট্রের সিয়াটল আন্তর্জাতিক চলচ্চিত্রে উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ারের পর ছবিটি বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে অংশ নিয়েছে ও পুরস্কৃত হয়েছে।

‘আন্ডার কনস্ট্রাকশন’ মুক্তি পায় গত ২২ জানুয়ারি। এতে রয়া চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী শাহানা গোস্বামী। এ ছাড়া বলিউড অভিনেতা রাহুল বোসকে দেখা যায় একটি চরিত্রে। রয়ার স্বামীর চরিত্রে অাছেন শাহাদাত। অন্য অভিনয়শিল্পীরা হলেন মিতা চৌধুরী, তৌফিকুল ইসলাম ইমন, রিকিতা নন্দিনী শিমু প্রমুখ।

এদিকে চাকমা ভাষায় নির্মিত ‘মাই বাইসাইকেল’ও এর আগে বিভিন্ন উৎসবে অংশ নিয়েছে। ছবিটি ছাড়পত্রের জন্য সেন্সর বোর্ডে জমা পড়ে আছে। তাই এখনও বাণিজ্যিকভাবে এটি মুক্তি পায়নি।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।