ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আট দিনের জাতীয় নৃত্যনাট্য উৎসব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
আট দিনের জাতীয় নৃত্যনাট্য উৎসব

বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার আয়োজনে শুরু হচ্ছে দ্বিতীয় জাতীয় নৃত্যনাট্য উৎসব। তাদেরকে সহযোগিতা করছে সংস্কৃতি মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এতে থাকছে ঢাকাসহ চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা ও বগুড়ার বিভিন্ন নৃত্য সংগঠনের ১৫টি নৃত্যনাট্য।
 

বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার আয়োজনে শুরু হচ্ছে দ্বিতীয় জাতীয় নৃত্যনাট্য উৎসব। তাদেরকে সহযোগিতা করছে সংস্কৃতি মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

এতে থাকছে ঢাকাসহ চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা ও বগুড়ার বিভিন্ন নৃত্য সংগঠনের ১৫টি নৃত্যনাট্য।
 
ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে সোমবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ছয়টায় আট দিনের উৎসবটির উদ্বোধন করবেন প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এখানে বিশেষ অতিথি থাকবেন নৃত্যগুরু রাহিজা খানম ঝুনু, আইটিআই বাংলাদেশ কেন্দ্রের সভাপতি নাসিরউদ্দীন ইউসুফ ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব আকতারি মমতাজ।  
 
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য দেবেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মীনু হক, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রাখবেন স্বাগত বক্তব্য।  
 
উদ্বোধনী অনুষ্ঠানের পর সন্ধ্যা সাড়ে সাতটায় থাকছে বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টসের পরিবেশনায় ‘নকশী কাঁথার মাঠ’, পরিচালনায় ফারহানা চৌধুরী বেবী। মঙ্গলবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টায় আব্দুস সামাদ পলাশের পরিচালনায় বগুড়ার আমরা ক’জন শিল্পী গোষ্ঠীর ‘বারামখানা’ ও সন্ধ্যা সাড়ে সাতটায় কবিরুল ইসলাম রতনের পরিচালনায় নৃত্যালোক পরিবেশন করবে ‘শ্যামা’।  
 
আগামী ১৬ নভেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টায় ল্যাডলী মোহন মৈত্রর পরিচালনায় রাজশাহীর ধ্রুপদালোকের ‘কাল মৃগয়া’ ও সন্ধ্যা সাড়ে সাতটায় দীপা খন্দকারের পরিচালনায় দিব্য সাংস্কৃতিক সংগঠন পরিবেশন করবে ‘কবর’।  
 
১৭ নভেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টায় নীলাঞ্জনা যুঁইয়ের পরিচালনায় সিলেটের নৃত্যশৈলীর ‘মহাজনের নাও’ ও সন্ধ্যা সাড়ে সাতটায় মীনু হকের পরিচালনায় পল্লবী ড্যান্স সেন্টার পরিবেশন করবে ‘শাপমোচন’। ১৯ নভেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টায় সুলতানা হায়দারের পরিচালনায় সুকন্যা নৃত্যাঙ্গনের ‘ইছামতির বাঁকে’ ও সন্ধ্যা সাড়ে সাতটায় সামিনা হোসেন প্রেমার পরিচালনায় ভাবনা পরিবেশন করবে ‘ভানু সিংহের পদাবলী’।  
 
আগামী ২০ নভেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টায় এনামুল হক বাচ্চুর পরিচালনায় খুলনার নৃত্য বিহারের ‘সোনাই মাধব’ ও সন্ধ্যা সাড়ে সাতটায় আমানুল হকের পরিচালনায় বাংলাদেশ ব্যালে ট্রুপ পরিবেশন করবে ‘আমার স্বদেশ আমার ভালোবাসা’। ২১ নভেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রমা অবন্তীর পরিচালনায় চট্টগ্রামের ওড়িশী টেগোর ড্যান্স সেন্টারের ‘চিত্রাঙ্গদা’ ও সন্ধ্যা সাড়ে সাতটায় এম. আর. ওয়াসেকের পরিচালনায় নন্দন কলা কেন্দ্র পরিবেশন করবে ‘মহুয়া’।  
 
২২ নভেম্বর সন্ধ্যা ছয়টায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিশ্ব আইটিআইয়ের সাম্মানিক সভাপতি রামেন্দু মজুমদার। বিশেষ অতিথি বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার উপদেষ্টা নৃত্যব্যক্তিত্ব লায়লা হাসান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস। বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতির সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখবেন সংগঠনের সাধারণ সম্পাদক।
 
আলোচনার পর সন্ধ্যা সাড়ে ছয়টায় সাজু আহমেদের পরিচালনায় কত্থক নৃত্য সম্প্রদায়ের ‘প্রসঙ্গ ৪৭’ ও সন্ধ্যা সাড়ে সাতটায় মোঃ গোলাম মোস্তফা খানের পরিচালনায় বেণুকা ললিতকলা কেন্দ্র পরিবেশন করবে ‘রক্ত লাল অহঙ্কার’।
 
বাংলাদেশ সময়: ০১৪০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।