ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বলিউডে জোর আলোচনা, হুমায়ূন আহমেদের জীবন নিয়েই ‘ডুব’

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
বলিউডে জোর আলোচনা, হুমায়ূন আহমেদের জীবন নিয়েই ‘ডুব’ ‘ডুব’ ছবিতে ইরফান খান ও নুসরাত ইমরোজ তিশা

প্রয়াত নন্দিত কথাশিল্পী ও নির্মাতা হুমায়ূন আহমেদের জীবন অবলম্বনে মোস্তফা সরয়ার ফারুকীর নতুন ছবি ‘ডুব’ তৈরি হয়েছে বলে কয়েকদিন আগে কলকাতার একটি দৈনিকে প্রকাশিত হয়। এবার বলিউডে এ নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে।

প্রয়াত নন্দিত কথাশিল্পী ও নির্মাতা হুমায়ূন আহমেদের জীবন অবলম্বনে মোস্তফা সরয়ার ফারুকীর নতুন ছবি ‘ডুব’ তৈরি হয়েছে বলে কয়েকদিন আগে কলকাতার একটি দৈনিকে প্রকাশিত হয়। এবার বলিউডে এ নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) মুম্বাই মিরর পত্রিকায় এ সংক্রান্ত খবর প্রকাশিত হয়। এর শিরোনামে বলা হয়েছে- ‘আবার ভালোবাসা খুঁজে পেয়েছেন ইরফান। ’ এ কথার মধ্যে ইঙ্গিত রয়েছে, প্রথম স্ত্রী গুলতেকিনকে ভালোবেসে বিয়ে করার পর মেহের আফরোজ শাওনের প্রেমে পড়েন হুমায়ূন আহমেদ।

উপ-শিরোনামেই অবশ্য মুম্বাই মিরর বিষয়টি পরিষ্কার করেছে এভাবে- ‘এই অভিনেতাকে তার আগামী বাংলা-ইংরেজি ভাষার ছবিতে এমন চরিত্রে দেখা যাবে যিনি নিজের মেয়ের বান্ধবীকে বিয়ে করেন। ’

মুম্বাই মিররের মতো মঙ্গলবার বলিউড হাঙ্গামাও একটি খবরে উল্লেখ করেছে, ফারুকীর ‘ডুব’ ছবিতে ইরফানের চরিত্রটি হুমায়ূন আহমেদের জীবন থেকে অনুপ্রাণিত। এ ওয়েবসাইটের শিরোনাম এমন- ‘ফারুকীর আগামী ছবিতে হুমায়ূন আহমেদ অনুপ্রাণিত বাঙালি লেখকের চরিত্রে অভিনয় করেছেন ইরফান খান। ’

বলিউড হাঙ্গামা শোনা কথা হিসেবে প্রতিবেদনে বলেছে, ‘নো বেড অব রোজেস’ (বাংলায় ‘ডুব’) ছবিতে ইরফানের চরিত্রটি বাংলাদেশি লেখক, নাট্যকার, চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের জীবন থেকে অনুপ্রাণিত। ১৯৭২ সালে ‘নন্দিত নরকে’ উপন্যাসের মাধ্যমে খ্যাতি পাওয়া গুণী মানুষটি আটটি ছবি পরিচালনা করেছেন, এসব তথ্যও দিয়েছে ওয়েবসাইটটি।

ব্যক্তিজীবনে গুলতেকিনের সঙ্গে সংসারে তিন কন্যা (নোভা, শীলা, বিপাশা) ও এক পুত্রসন্তানের (নূহাশ=) বাবা হন হুমায়ূন আহমেদ। ২০০৩ সালে গুলতেকিনের সঙ্গে বিয়েবিচ্ছেদের দুই বছর পর শাওনকে বিয়ে করেন তিনি। তাদের ঘরে আছে দুই পুত্রসন্তান নিষাদ ও নিনিত। ২০১২ সালের ১৯ জুলাই ক্যানসারে প্রাণ হারান হুমায়ূন আহমেদ।

কলকাতার দৈনিকের পর বলিউডভিত্তিক সংবাদমাধ্যমেও ‘ডুব’ জোয়ার উঠেছে এবং তারাও মনে করছে এটা হুমায়ূন আহমেদের জীবন থেকে অনুপ্রাণিত; এ প্রসঙ্গে কথা হলো ফারুকীর সঙ্গে। মঙ্গলবার সন্ধ্যায় তিনি বাংলানিউজকে বললেন, ‘আমার সব চরিত্র কাল্পনিক। জীবিত কিংবা মৃত কোনো ব্যক্তির সঙ্গে তাদের সাদৃশ্য পাওয়া গেলে তা হবে নিছক কাকতালীয়! আমি একজন মানুষ ও তার কাছের ও প্রিয় মানুষদের ওপর একটি গল্প সাজিয়েছি। ’

ছবিটিতে ইরফানের চরিত্রের নাম জাভেদ হাসান। তবে হুমায়ূনের ব্যক্তিজীবনের মতোই এর গল্পে মেয়ের বান্ধবীকে জাভেদ হাসান বিয়ে করে বলে দাবি করেছে বলিউড হাঙ্গামাও। তার মেয়ের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা ও বান্ধবীর ভূমিকায় আছেন কলকাতার অভিনেত্রী পার্নো মিত্র। জাভেদের স্ত্রী হিসেবে দেখা যাবে রোকেয়া প্রাচীকে।

‘ডুব’ নিয়ে জল্পনার ঢেউ ওঠা প্রসঙ্গে যোগ করে ফারুকী বলেন, ‘আশপাশের জীবন আমাকে অনুপ্রাণিত করেছে। ছবিটি দেখার সময় দর্শকই বুঝতে পারবে এটা আসলেই হুমায়ূন আহমেদের জীবন থেকে অনুপ্রাণিত কি-না। ’

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।