ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবের পর্দা নামছে সোমবার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবের পর্দা নামছে সোমবার (বাঁ থেকে) পন্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া, আরতী আঙ্কালিকার ও পন্ডিত শিবকুমার শর্মা

পাঁচ রাত জেগে সুরের সুধা পানের মহাযজ্ঞ শেষ হচ্ছে। সোমবার (২৮ নভেম্বর) পর্দা নামছে বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবের। বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে পঞ্চমবারের মতোই এই আসর চলছে ঢাকার আর্মি স্টেডিয়ামে।

পাঁচ রাত জেগে সুরের সুধা পানের মহাযজ্ঞ শেষ হচ্ছে। সোমবার (২৮ নভেম্বর) পর্দা নামছে বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবের।

বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে পঞ্চমবারের মতোই এই আসর চলছে ঢাকার আর্মি স্টেডিয়ামে।

সমাপনী দিনের আয়োজনও শুরু হবে সন্ধ্যা সাতটায়। শুরুতে থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের দলীয় কণ্ঠসংগীত। এ সময় তবলা বাজাবেন স্বরূপ হোসেন ও জাকির হোসেন। এরপর বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের শিক্ষার্থীরা সেতার বাজিয়ে শোনাবেন।

সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে থাকবেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ। অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। সভাপতিত্ব করবেন শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমেরিটাস ড. আনিসুজ্জামান। মঞ্চে বিশেষ অতিথি হিসেবে আরও থাকবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

এদিন সন্তুর বাজাবেন পন্ডিত শিবকুমার শর্মা। তাকে তবলায় সঙ্গ দেবেন পন্ডিত যোগেশ শামসি। খেয়াল পরিবেশন করবেন কুমার মারদুর। তার সঙ্গে তবলায় থাকবেন আজিঙ্কা যোশি। সেতারে সুর তুলবেন পন্ডিত কুশল দাস। তবলায় সঙ্গত করবেন পন্ডিত শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়।

খেয়াল পরিবেশনের জন্য মঞ্চে আসবেন আরতী আঙ্কালিকার, তবলায় থাকবেন রোহিত মজুমদার। সবশেষে বাঁশি বাজাবেন পন্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া। তাকে তবলায় সঙ্গ দেবেন শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।