ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

থিয়েটারের মুনীর চৌধুরী ও জাকারিয়া পদক প্রদান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
থিয়েটারের মুনীর চৌধুরী ও জাকারিয়া পদক প্রদান

থিয়েটার প্রবর্তিত এ বছরের মুনীর চৌধুরী সম্মাননা ও মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক প্রদান করা হলো। এবার মুনীর চৌধুরী সম্মাননা পেয়েছেন মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা কেরামত মওলা। আর মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক পেয়েছেন চট্টগ্রামের তরুণ নির্দেশক-সংগঠক অভিজিৎ সেনগুপ্ত।

থিয়েটার প্রবর্তিত এ বছরের মুনীর চৌধুরী সম্মাননা ও মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক প্রদান করা হলো। এবার মুনীর চৌধুরী সম্মাননা পেয়েছেন মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা কেরামত মওলা।

আর মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক পেয়েছেন চট্টগ্রামের তরুণ নির্দেশক-সংগঠক অভিজিৎ সেনগুপ্ত।

শহীদ অধ্যাপক মুনীর চৌধুরীর ৮১তম জন্মবার্ষিকীতে রোববার (২৭ নভেম্বর) ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে দুই নাট্যশিল্পীর হাতে পদক তুলে দেওয়া হয়। আইএফআইসি ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় পদক দুটির অর্থমূল্য যথাক্রমে ৫০ হাজার ও ২৫ হাজার টাকা।

থিয়েটার সভাপতি ফেরদৌসী মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লেখক-গবেষক ড. গোলাম মুরশিদ। বিশেষ অতিথি ছিলেন আইএফআইসি ব্যাংক লিমিটেডের প্রধান নির্বাহী শাহ আলম সারোয়ার। স্বাগত বক্তব্য প্রদান করেন থিয়েটারের পরিচালক রামেন্দু মজুমদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সৈয়দ আপন আহসান।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আবদুল্লাহ আল-মামুন থিয়েটার স্কুলের পরিবেশনায় মঞ্চায়ন হয় মুনীর চৌধুরীর নাটক ‘বংশধর’। এর নির্দেশনা দিয়েছেন শেকানুল ইসলাম শাহী।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।