ঢাকা, মঙ্গলবার, ৪ আষাঢ় ১৪৩১, ১৮ জুন ২০২৪, ১০ জিলহজ ১৪৪৫

বিনোদন

কলকাতার দুই চ্যানেলে বিশ্বজিৎ রায়

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
কলকাতার দুই চ্যানেলে বিশ্বজিৎ রায় বিশ্বজিৎ রায় (ছবি: সংগৃহীত)

লোকগানের শিল্পী বিশ্বজিৎ রায়। এবার কলকাতার শ্রোতাদের গান শোনাবেন তিনি। সেখানকার দুটি টিভি চ্যানেলে সরাসরি প্রচার হবে তার সংগীত পরিবেশনা।

শিল্পী জানান, আগামী ১৭ জানুয়ারি সকাল সাড়ে সাতটায় আকাশ-৮ ও  ২০ জানুয়ারি তারা টিভির ‘আজ সকালের আমন্ত্রণে’ অনুষ্ঠানে সরাসরি গান শোনাবেন তিনি। দুটি অনুষ্ঠানে বিশ্বজিৎ গাইবেন রাধারমন দত্ত ও সিলেটের ভাটিয়ালি, বিচ্ছেদী গান।

বিশ্বজিৎ রায় তারা টিভিতে সপ্তম বারের মতো হাজির হচ্ছেন তিনি। ২৩ নভেম্বর ‘আকাশ বাণী’ রেডিওতে ১০টি রাধারমণের গান সাক্ষাৎকারসহ রেকর্ড করা হয়।   

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭

এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।