আগামী ১৯ থেকে ২১ জানুয়ারি ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা, পরীক্ষণ থিয়েটার হল, স্টুডিও থিয়েটার হল, সেমিনার রুম, চারুকলা গ্যালারি ও নন্দনমঞ্চে এ উৎসব অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় এ নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
‘বাংলাদেশ-ত্রিপুরা সাংস্কৃতিক উৎসব ২০১৭’ উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অনুষ্ঠানে অংশ নিতে গৌতম দাসের নেতৃত্বে ত্রিপুরা সরকারের সাংস্কৃতিক মন্ত্রী ভানু লাল সাহা ও ৬০ সদস্যের একটি সাংস্কৃতিক-নাগরিক প্রতিনিধি দল ঢাকায় আসছে।
বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
এসও/জেএইচ