এদিকে এ প্রথম ‘ক্রাচের কর্নেল’ যাচ্ছে ঢাকার বাইরে। টাঙ্গাইলের করোনেশন ড্রামা ক্লাব আয়োজিত নাট্যোৎসবে ১৮ জানুয়ারি সন্ধ্যা ৭টায় করোনেশন নাট্যমঞ্চে প্রদর্শিত হবে ‘ক্রাচের কর্নেল’।
এছাড়া ২৭ জানুয়ারি ‘৭ম কুমিল্লা সংস্কৃতি উৎসব’ ও ৪ ফেব্রুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হবে নাটকটি।
শাহাদুজ্জামানের উপন্যাস থেকে এর নাট্যরূপ দিয়েছেন সামিনা লুৎফা নিত্রা ও সৌম্য সরকার। নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার। এই নাটকের মাধ্যমে বটতলা উন্মোচন করতে চেয়েছে বাংলাদেশের ইতিহাসের এক অস্থির সময়কে। তর্ক-যুক্তি ও জানা-অজানা অনেক বিষয়ের বিশ্লেষনাত্মক উপস্থাপনার মাধ্যমেই এগিয়ে চলে নাটকটি।
‘ক্রাচের কর্নেল’-এর বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন ইমরান খান মুন্না, কাজী রোকসানা রুমা, সামিনা লুৎফা নিত্রা, তৌফিক হাসান ভুঁইয়া, বাকীরুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
এসও