ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘ক্রাচের কর্নেল’-এর তিন প্রদর্শনী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
‘ক্রাচের কর্নেল’-এর তিন প্রদর্শনী ‘ক্রাচের কর্নেল’ নাটকের দৃশ্য

গত বছর ডিসেম্বরে ‘বটতলা রঙ্গমেলা ২০১৬’ উপলক্ষে বটতলা নবম প্রযোজনা হিসেবে মঞ্চে এনেছে নতুন নাটক ‘ক্রাচের কর্নেল’। উৎসবের প্রথম দিনই নাটকটি মঞ্চস্থ হয়।  কিছুদিনের মধ্যে নাটকটির আরও তিনটি প্রদর্শনী হবে। 

এদিকে এ প্রথম ‘ক্রাচের কর্নেল’ যাচ্ছে ঢাকার বাইরে। টাঙ্গাইলের করোনেশন ড্রামা ক্লাব আয়োজিত নাট্যোৎসবে ১৮ জানুয়ারি সন্ধ্যা ৭টায় করোনেশন নাট্যমঞ্চে প্রদর্শিত হবে ‘ক্রাচের কর্নেল’।

এটি হবে নাটকটির তৃতীয় প্রদর্শনী।  

এছাড়া  ২৭ জানুয়ারি ‘৭ম কুমিল্লা সংস্কৃতি উৎসব’ ও ৪ ফেব্রুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হবে নাটকটি।  

শাহাদুজ্জামানের উপন্যাস থেকে এর নাট্যরূপ দিয়েছেন সামিনা লুৎফা নিত্রা ও সৌম্য সরকার। নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার। এই নাটকের মাধ্যমে বটতলা উন্মোচন করতে চেয়েছে বাংলাদেশের ইতিহাসের এক অস্থির সময়কে। তর্ক-যুক্তি ও জানা-অজানা অনেক বিষয়ের বিশ্লেষনাত্মক উপস্থাপনার মাধ্যমেই এগিয়ে চলে নাটকটি।  

‘ক্রাচের কর্নেল’-এর বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন ইমরান খান মুন্না, কাজী রোকসানা রুমা, সামিনা লুৎফা নিত্রা, তৌফিক হাসান ভুঁইয়া, বাকীরুল ইসলাম প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।