ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

এসএজি অ্যাওয়ার্ডস বিজয়ীদের মুখে ট্রাম্পের সমালোচনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
এসএজি অ্যাওয়ার্ডস বিজয়ীদের মুখে ট্রাম্পের সমালোচনা ‘হিডেন ফিগারস’-এর চার অভিনেত্রী (বাঁ থেকে) অক্টাভিয়া স্পেন্সার, টারাজি পি. হেনসন, জানেল মোনেই ও কাস্র্টেন ডান্সট (ছবি: সংগৃহীত)

স্ক্রিন অ্যাক্টরস গিল্ড (এসএজি) অ্যাওয়ার্ডসের ২৩তম আসরের সর্বোচ্চ পুরস্কার জিতলেন ‘হিডেন ফিগারস’ ছবির অভিনয়শিল্পীরা। রোববার (২৯ জানুয়ারি) লসঅ্যাঞ্জেলেসে এ ঘোষণায় চমকে গেছেন সবাই। 

স্ক্রিন অ্যাক্টরস গিল্ড (এসএজি) অ্যাওয়ার্ডসের ২৩তম আসরের সর্বোচ্চ পুরস্কার জিতলেন ‘হিডেন ফিগারস’ ছবির অভিনয়শিল্পীরা। রোববার (২৯ জানুয়ারি) লসঅ্যাঞ্জেলেসে এ ঘোষণায় চমকে গেছেন সবাই।

‘ম্যানচেস্টার বাই দ্য সি’, ‘মুনলাইট’, ‘ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক’ ও ‘ফেনসেস’ ছবিগুলোকে হটিয়ে এসএজি অ্যাওয়ার্ডসে সেরা হলো ‘হিডেন ফিগারস’। এ ছবির মূল অভিনেত্রী টারাজি পি. হেনসন পুরস্কার হাতে পেয়ে বলেছেন, “জাতি ও বর্ণের পার্থক্য সরিয়ে রেখে আমরা এক কাতারে দাঁড়ালে কী ঘটে এটা সেই স্মরণীয় গল্প। এই নারীদের প্রশংসা করার জন্য ধন্যবাদ। তারা আর ‘হিডেন ফিগারস’ নেই। গোটা পৃথিবী তাদেরকে জানে। ”

থিওডোর মেলফি পরিচালিত ‘হিডেন ফিগারস’ ছবির গল্প ষাটের দশকের তিন কৃষ্ণাঙ্গ নারী গণিতবিদকে ঘিরে। তখন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়ার মাঝে চলছে মহাকাশ জয়ের এক দুরন্ত প্রতিদ্বন্দ্বিতা। পুরোটাই মেধা আর গণিতের খেলা। এমন সময় মহাকাশ সংস্থা নাসায় যোগ দেয় এই তিন কৃষ্ণাঙ্গ নারী। তাদেরকে একসঙ্গে বলা হতো ‘মানব কম্পিউটার’।

তিন গণিতবিদের প্রধান হলেন প্রথম আফ্রিকান-আমেরিকান গণিতবিদ ক্যাথরিন জনসন। সঙ্গে তার দুই সহকর্মী মেরি জ্যাকসন ও ডরোথি ভন। এই তিন গণিতজ্ঞ মিলে একটি কঠিন সমস্যার সমাধান করেন। তাতেই এগিয়ে থাকা সোভিয়েত ইউনিয়নের সঙ্গে তাল মেলাতে সক্ষম হয় যুক্তরাষ্ট্র। এর ফলে ১৯৬৯ সালে অ্যাপোলো ইলেভেনে চড়ে জন গ্লেন মহাশূন্যে আমেরিকার প্রথম নভোচারি হিসেবে পৃথিবীর চারদিক প্রদক্ষিণ করেন।

এতোদিন কেউ জানতো না নারী-পুরুষের বৈষম্য ও বর্ণবাদের বাধা অতিক্রম করা এই তিন নারীর কথা। এই সত্যি ঘটনা নিয়ে মার্গট লি শেটারলি লিখেছেন ‘হিডেন ফিগারস’ গ্রন্থটি। সেটা অবলম্বনেই তৈরি হয়েছে ছবিটি। এতে ক্যাথেরিন জি. জনসন চরিত্রে অভিনয় করেছেন টারাজি পি. হেনসন। তার দুই সহকর্মীর ভূমিকায় আছেন অক্টাভিয়া স্পেন্সার ও জানেল মোনেই।

এদিকে রায়ান গসলিং (লা লা ল্যান্ড) ও ক্যাসি অ্যাফ্লেককে (ম্যানচেস্টার বাই দ্য সি) হতাশ করে ডেনজেল ওয়াশিংটনের সেরা অভিনেতা হওয়াটাও চমক। আফ্রিকান-আমেরিকানদের গল্প নিয়ে অগাস্ট উইলসনের পুরস্কৃত মঞ্চনাটক অবলম্বনে নির্মিত ‘ফেনসেস’ ছবির জন্য এ সম্মান পেলেন তিনি। একই ছবির সুবাদে সেরা পার্শ্ব অভিনেত্রীর স্বীকৃতি পেয়েছেন ভায়োলা ডেভিস।

‘লা লা ল্যান্ড’ ছবিতে হলিউডের উচ্চাকাঙ্ক্ষী অভিনয়শিল্পী চরিত্রে মনকাড়া নৈপুণ্যের জন্য সেরা অভিনেত্রীর স্বীকৃতি পেয়েছেন এমা স্টোন। তিনি বলেছেন, ‘আমরা গোটা বিশ্বের মানুষই প্রবঞ্চনার মধ্যে আছি। কিছু ঘটনা একেবারেই ক্ষমার অযোগ্য ও ভয়াবহ। এখনই পদক্ষেপ নেওয়া জরুরি। ’

এমার মতো বিজয়ীদের অনেকেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেন এসএজি অনুষ্ঠানে। সাতটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রের নাগরিকদের ওপর চার মাসের জন্য আমেরিকায় প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছেন তিনি।

কমেডি সিরিজ ‘ভিপ’-এর সেরা অভিনেত্রীর পুরস্কারজয়ী জুলিয়া লুইস-ড্রেফাস বলেছেন, ‘আমি দেশকে ভালোবাসি। কিন্তু অভিবাসী নিষিদ্ধ করার এই পদক্ষেপ আমাদের জন্য কলঙ্ক। এটা অমার্কিনি কাজ। ’

এবারের এসএজি অ্যাওয়ার্ডসে আজীবন সম্মাননা পেয়েছেন অভিনেত্রী লিলি টমলিন। তার হাতে পুরস্কার তুলে দেন গায়িকা-অভিনেত্রী ডলি পার্টন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অভিনেতা অ্যাস্টন কুচার।

চলচ্চিত্রের বিজয়ীরা
সেরা সম্মিলিত অভিনয়শিল্পী: হিডেন ফিগারস
সেরা অভিনেতা: ডেনজেল ওয়াশিংটন (ফেনসেস)
সেরা অভিনেত্রী: এমা স্টোন (লা লা ল্যান্ড)
সেরা পার্শ্ব অভিনেতা: মাহেরশালা আলি (মুনলাইট)
সেরা পার্শ্ব অভিনেত্রী: ভায়োলা ডেভিস (ফেনসেস)
সেরা সম্মিলিত স্টান্ট: হ্যাকসো রিজ

টেলিভিশনের বিজয়ীরা
ড্রামা সিরিজের সেরা সম্মিলিত অভিনয়শিল্পী: স্ট্রেঞ্জার থিংস
কমেডি সিরিজের সেরা সম্মিলিত অভিনয়শিল্পী: অরেঞ্জ ইজ দ্য নিউ ব্ল্যাক
ড্রামা সিরিজের সেরা অভিনেতা: জন লিথগো (দ্য ক্রাউন)
ড্রামা সিরিজের সেরা অভিনেত্রী: ক্লেয়ার ফয় (দ্য ক্রাউন)
কমেডি সিরিজের সেরা অভিনেতা: উইলিয়াম এইচ ম্যাসি (শেমলেস)
কমেডি সিরিজের সেরা অভিনেত্রী: জুলিয়া লুইস-ড্রেফাস (ভিপ)
টেলিভিশন মুভি অথবা মিনি সিরিজের সেরা অভিনেতা: ব্রায়ান ক্র্যানস্টন (অল দ্য ওয়ে)
টেলিভিশন মুভি অথবা মিনি সিরিজের সেরা অভিনেত্রী: সারাহ পলসন (দ্য পিপল ভার্সাস ও. জে. সিম্পসন)
কমেডি অথবা ড্রামা সিরিজে সেরা সম্মিলিত স্টান্ট: গেম অব থ্রোনস
আজীবন সম্মাননা: লিলি টমলিন

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।