হাস্তিমাল সরস্বতের দাবি, দু’দিন আগে ফোনে একজন নিজেকে আন্তর্জাতিক গ্যাংস্টার পরিচয় দেয়। সল্লু খালাস পাওয়ায় সে মোটেও খুশি নয় বলে জানিয়েছে।
ইতিমধ্যে থানায় অভিযোগ করেছেন হাস্তিমাল সরস্বত। তার নিরাপত্তার জন্য সশস্ত্র পুলিশ কর্মকর্তাকে নিয়োজিত করা হয়েছে। পুলিশ কমিশনার অশোক রাঠোর সংবাদ সংস্থা টাইমস অব ইন্ডিয়াকে জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
আইনজীবী হাস্তিমাল স্বরসতের দাবি, একই ব্যক্তি বেশ কিছুদিন আগে সালমান খানকে ফোন করে টাকা চেয়েছিলো। কিন্তু ৫১ বছর বয়সী এই অভিনেতা তা দিতে অস্বীকৃতি জানান।
১৯৯৮ সালের অক্টোবরে ভারতের যোধপুরে সালমান খানের বিরুদ্ধে অস্ত্র আইন মামলা হয়েছিলো। অভিযোগ ওঠে, সেই সময় ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির চিত্রায়ন চলাকালে যোধপুরের কানকানি গ্রামে মেয়াদোত্তীর্ণ লাইসেন্সের ০.২২ রাইফেল ও ০.৩২ রিভলভার দিয়ে দুটি মায়াহরিণ শিকার করেন তিনি। এ কারণে ভারতীয় অস্ত্র আইনের ৩/২৫ ও ৩/২৭ ধারায় তার বিরুদ্ধে মামলা হয়। তবে কোনো প্রমাণ না পাওয়ায় আদালতের রায়ে সব অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন ‘সুলতান’ তারকা।
বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
জেএইচ