অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ্ আবু সায়ীদ। এ ছাড়া অংশ নিয়েছেন উৎসবের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান মুস্তাফা মনোয়ার, চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশের সভাপতি ড. মুহাম্মদ জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মুনিরা মোরশেদ মুন্নী, সংগঠনটির প্রতিষ্ঠাতা ও উৎসব উপদেষ্টা মোরশেদুল ইসলাম এবং উৎসব পরিচালক আবীর ফেরদৌস।
শিশু নির্মাতাদের প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে নাবিদ হাসনাত ও শিফাতুল অপূর্বর ‘বা•বন্দি’। তৃতীয় পুরস্কার পেয়েছে সাইয়েদুল আবরারের অ্যানিমেটেড ছবি ‘অ্যালান কুর্দি ফ্রম হেভেন’। বিশেষ পুরস্কার পেয়েছে সুমাইতা শামার ‘এনমেস্ড বোরডোম’ ও তারিকুল হাসানের ‘ইনার প্যারালেলিজম’।
উৎসবে ১৮ থেকে ২৫ বছর বয়সীদের বিভাগে পুরস্কার পায় হেমন্ত সাদিকের পরিচালিত ‘অ্যা লেটার টু গড’। আর ‘জলবায়ু পরিবর্তন ও পরিবেশ’ বিষয়ের ওপর সামাজিক চলচ্চিত্র বিভাগে পুরস্কৃত হয়েছে ‘খেলাঘর’ নামের একটি স্টপমোশন অ্যানিমেশন।
আন্তর্জাতিক শিশু নির্মাতাদের প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছে অ্যাস্টোন ব্রাউন ও জর্জ পোপলের যৌথ পরিচালনায় অস্ট্রেলিয়ার ছবি ‘ইন মেমোরি’। আন্তর্জাতিক চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগে বড়দের তৈরি ছবির মধে জার্মানির ‘অ্যাট আই লেভেল’ সেরা কাহিনিচিত্র আর সুইজারল্যান্ডের ‘হাইডি অ্যাট দ্য ফলি আর্টিস্ট’ পুরস্কার জিতেছে সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের। সেরা পরিচালক হয়েছেন বুলগেরিয়ার রিসতো সিমেওনভ।
একই দিন সকালে ক্ষুদে নির্মাতাদের হাতে প্রশংসাপত্র প্রদান করেন চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশের সভাপতি ড. মুহাম্মদ জাফর ইকবাল। সংগঠনটির উদ্যোগে এ উৎসবে ঢাকা, রাজশাহী ও রংপুরের মোট ১১টি ভেন্যুতে ৫৪টি দেশের দুই শতাধিক শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হয়।
বাংলাদেশ সময়: ০২০৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
জেএইচ