কান উৎসবের দুই পরিচালক পিয়ের লেসকিউর ও থিয়েরি ফ্রমোর কাছ থেকে আমন্ত্রণ পেয়ে পেড্রো আলমোডোভার বলেছেন, ‘এমন দায়িত্বে বসে কান উৎসবের ৭০তম বর্ষপূর্তি উদযাপনের সুযোগ পেয়ে আমি খুব খুশি। আমি কৃতজ্ঞ, সম্মানিত এবং কিছুটা অভিভূত।
৩৫ বছরের চলচ্চিত্র জীবনে সেলুলয়েডে নানান ঢঙে গল্প বলেছেন পেড্রো আলমোডোভার। ‘পেপি, লুসি, বম’ (১৯৮২) থেকে শুরু করে গত বছর কান উৎসবের প্রতিযোগিতা বিভাগে অংশ নেওয়া ‘জুলিয়েটা’ পর্যন্ত ২০টি ছবি তৈরি করেছেন তিনি। পেনোলোপি ক্রুজ, অ্যান্টোনিও ব্যান্ডেরাস, রসি ডি পালমা, হাভিয়ার বারদেমসহ বিখ্যাত তারকারা কাজ করেছেন তার পরিচালনায়।
কানে এ পর্যন্ত পেড্রো আলমোডোভারের পাঁচটি ছবি বিভিন্ন বিভাগে পুরস্কৃত হয়েছে। এর মধ্যে ‘অল অ্যাবাউট মাই মাদার’ (১৯৯৯) সেরা পরিচালক, ‘ভলভার’ (২০০৬) সেরা চিত্রনাট্য ও অভিনেত্রীদের সেরা সম্মিলিত অভিনয় পুরস্কার পায়।
২০০৪ সালে পেড্রো আলমোডোভারের ‘ফাইনালি ব্যাড এডুকেশন’-এর কান উৎসবের পর্দা ওঠে। এ ছাড়া তার পরিচালিত ‘ব্রোকেন এমব্রাসেস’ (২০০৯), ‘দ্য স্কিন আই লিভ ইন’ (২০১১) এবং ‘জুলিয়েটা’ প্রতিযোগিতা বিভাগে স্থান পায়। কানের ৬০তম আসরের পোস্টারে স্থান পায় তার প্রতিকৃতি।
আগামী ১৭ মে শুরু হয়ে কান উৎসব চলবে ২৮ মে পর্যন্ত। এবারের প্রতিযোগিতা বিভাগে স্থান পাওয়া ছবি এবং পেড্রো আলমোডোভারের নেতৃত্বে কারা বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন তা ঘোষণা করা হবে এপ্রিলের মাঝামাঝি।
বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
জেএইচ