ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘দুটো মানুষ’ নিয়ে ফিরলেন নাদিম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
‘দুটো মানুষ’ নিয়ে ফিরলেন নাদিম

ঢাকা: ছয় বছরের বিরতি শেষে গানের দুয়ারে ফিরে এসেছেন জায়েফ খান নাদিম। এবার ‘দুটো মানুষ’ শিরোনামে নতুন গান নিয়ে শ্রোতাদের কাছে হাজির হয়েছেন তিনি। নাদিমের অসাধারণ গায়কীতে গানটি ইতোমধ্যে শ্রোতাদের মন কেড়েছে।

এর আগে তরুণ এই কণ্ঠশিল্পী কবি নির্মলেন্দু গুণের ‘যাত্রা ভঙ্গ’ কবিতার কিছু লাইন নিয়ে ‘হাত বাড়িয়ে’ শিরোনামে একটি গান গেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন।

‘হাত বাড়িয়ে’ শিরোনামে গানের পর ‘অদেখা’ নামে একটি ব্যান্ড দল গঠন করেন নাদিম।

যদিও তা পরে ভেঙে যায়। তিনিও নিয়মিত গান গাওয়া থেকে সরে যান। এরপর দীর্ঘ ৬ বছর গান থেকে নিজেকে সরিয়ে রাখেন তিনি।

নতুন গানটি সম্পর্কে বলতে গিয়ে নাদিম বলেন, কিছুই বলবো না। শ্রোতারাই শুনে বুঝে নিক। সব শেষে গান তো তাদের জন্যই। তারাই বলতে পারে কেমন হয়েছে। তবে আমি শুধু এটুকোই বলবো, গানটির একেকটা লাইন আমার বুকের একেকটা পাঁজর ভেঙে গড়া!

চাকরি-ক্যারিয়ার নিয়ে ব্যস্ত থাকায় মিউজিকটা হয়ে উঠছিল না। নতুন গানটি নিয়ে বহুদিন পরীক্ষা-নিরীক্ষা করেছি, তারপর এটাকে পূর্ণতা দিতে পেরেছি, নিজের নতুন গান সম্পর্কে যোগ করেন নাদিম।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।