ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বান্দরবানে ‘নির্বাক’ ব্যান্ড’র আত্মপ্রকাশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
বান্দরবানে ‘নির্বাক’ ব্যান্ড’র আত্মপ্রকাশ বান্দরবানে ‘নির্বাক’ ব্যান্ড’র আত্মপ্রকাশ-ছবি-বাংলানিউজ

বান্দরবান: বান্দরবানে ‘নির্বাক’ নামে নতুন একটি ব্যান্ড’র আত্মপ্রকাশ হয়েছে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে বান্দরবান সরকারি কলেজ ক্যাম্পাসে কনসার্টের মধ্যদিয়ে তাদের আত্মপ্রকাশ হয়।

এসময় নতুন এ ব্যান্ডের লোগো উন্মোচন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এছাড়াও ব্যান্ড দলের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ব্যান্ড’র সদস্যরা হলেন সরিত অপূর্ব চৌধুরী (ভোকাল), শরিফুল ইসলাম (ভোকাল), মিঠুন দে (ভোকাল), রঞ্জয় দাশ (লিড গিটার), সরণ মজুমদার (লীড গিটার), মঞ্জয় দাশ (বেজ গিটার), প্রশান্ত দেবনাথ (ড্রামার)।

নির্বাক ব্যান্ডের সদস্য সরিত অপূর্ব চৌধুরী বাংলানিউজকে জানান, কিছু তরুণ ও উদ্যমী শিল্পিদের নিয়ে আমাদের পথচলা শুরু হয়েছে। পার্বত্য চট্টগ্রামের সঙ্গীতাঙ্গনকে আরও সমৃদ্ধ করতে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। আশা করছি শ্রোতাদের আমরা ভালো কিছু উপহার দিতে পারবো।

বাংলাদেশ সময়: ০২১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।