ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘লা লা ল্যান্ড’ নয়, অস্কারে সেরা ‘মুনলাইট’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
‘লা লা ল্যান্ড’ নয়, অস্কারে সেরা ‘মুনলাইট’ ‘মুনলাইট’ ছবির দৃশ্য

অস্কার ইতিহাসে ঘটলো এক বিরল ঘটনা। শুধু একটি ভুল ঘোষণার কারণে একজনের পুরস্কার চলে যাচ্ছিলো অন্যজনের হাতে। অবশেষে শেষ রক্ষাও ঘটলো। কিন্তু উঠলো বিতর্ক।  

সোমবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে হলিউডের ডলবি থিয়েটারে শুরু হয় অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৮৯তম আসর। সেখানে সবশেষে এলো আসে সেরা ছবির নাম ঘোষণার পালা।

আর সে সময় ঘটলো গণ্ডগোল। সেরা ছবি ‘মুনলাইট’ হলেও ভুল করে ঘোষণা দেওয়া হয় ‘লা লা ল্যান্ড’-এর নাম।

অস্কার মঞ্চে ভুল হওয়ার সেই মুহূর্তএদিকে, ‘লা লা ল্যান্ড’-এর কলাকুশলীরা মঞ্চে উঠে সবাইকে ধন্যবাদ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এর মধ্যেই উপস্থাপক জিমি কিমেল মঞ্চে এসে জানান, ‘ভুল করে ভুল ছবির নাম ঘোষণা করা হয়েছে। ’ এরপর দর্শক সারিতে বসে থাকা সকলের সামনে হাতে থাকা খাম খুলে দেখানো হয় সেরা ছবিটির নাম। যাতে লেখা রয়েছে বেরি জেনকিন্স পরিচালিত ‘মুনলাইট’-এর নাম।

অস্কার হাতে ‘মুনলাইট’ ছবির কলাকুশলীরাতবে যিনি নামটি ঘোষণা করেছিলেন তারও কোনো ভুল ছিলো না এখানে। কেননা তাকে যে খামটি দেওয়া হয়েছিলো সেখানে লেখা ছিলো সেরা অভিনেত্রীর নাম। ‘লা লা ল্যান্ড’-এর জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার ঘরে তুলেছেন এমা স্টোন।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
বিএসকে

** সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে মাহারশালা আলির অস্কার জয়
** ভায়োলা ডেভিস জিতলেন সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার
** অস্কারে সেরা বিদেশি ভাষার ছবি ‘দ্য সেলসম্যান’
** অস্কারে সেরা অ্যানিমেটেড ছবি ‘জুটোপিয়া’
** স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্রের অস্কার গেলো সিরিয়ায়
** সেরা গান ‘সিটি অব স্টারস’
** তরুণের হাতে সেরা পরিচালকের অস্কার
** অস্কারে সেরা অভিনেতা ক্যাসি অ্যাফ্লেক
** সেরা অভিনেত্রী এমা স্টোন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।