ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ৫ মে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, মার্চ ৪, ২০১৭
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ৫ মে শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে লড়বেন ওমর সানি ও মিশা সওদাগর (ছবি: সংগৃহীত)

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরে এরই মধ্যে প্রচারে নামা ও প্যানেল ঘোষণা করেছেন প্রার্থীরা। এবার আগের নতুন নির্বাচনের ঘোষণা দেওয়া হলো। কমিটির মেয়াদ শেষ হওয়ার তিন সপ্তাহের মধ্যে এমনটি ঘটলো। 

সম্প্রতি শিল্পী সমিতির কার্যালয়ে কার্যকরী কমিটির এক সভায় সিদ্ধান্ত হয় আগামী ৫ মে শিল্পী সমিতির পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। সভায় উপস্থিত ছিলেন আগের কমিটির সমিতির সভাপতি শাকিব খান।

এদিকে নির্বাচনের তারিখ নির্ধারিত হলেও তফশিল ঘোষণা হয়নি এখনো। তবে কয়েকদিনের মধ্যে তফসিল ঘোষণা করা হবে সভায় জানানো হয়েছে।  

শিল্পী সিমিতির আসন্ন নির্বাচনে লড়বে দুটি প্যানেল। একটিতে সভাপতি পদে মিশা সওদাগরের সঙ্গে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন জায়েদ খান। আরেকটি প্যানেলে সভাপতি প্রার্থী ওমর সানি, সাধারণ সম্পাদক পদে থাকছেন ইলিয়াস কোবরা।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।