ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

চলচ্চিত্রে সাইকো শহীদুজ্জামান সেলিম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৯ ঘণ্টা, মার্চ ৮, ২০১৭
চলচ্চিত্রে সাইকো শহীদুজ্জামান সেলিম শহীদুজ্জামান সেলিম (ছবি: সংগৃহীত)

মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা শহীদুজ্জামান সেলিম। তিন অঙ্গনেই জনপ্রিয়তা পেয়েছেন তিনি। এবার আসছেন নতুন আরেকটি মাধ্যমে। প্রথমবারের মতো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করবেন শহীদুজ্জামান সেলিম। 

বুধবার (৮ মার্চ) দুপুরে বাংলানিউজের সঙ্গে আলাপে সেলিম বলেন, ‘স্বল্পদৈর্ঘ্য ছবিতে এর আগে কাজ করা হয়নি। নতুন একজন নির্মাতা প্রস্তাব দিয়েছেন।

সব মিলিয়ে রাজি হয়েছি।  আমার চরিত্রটি একজন সাইকো ডাক্তারের। এটি একটি এক্সপেরিমেন্টাল ও চ্যালেঞ্জিং কাজ।  পরিচালক যদি সব ঠিকঠাক সম্পন্ন করতে পারেন, তাহলে সবার কাছে ভালো লাগবে। ’

“ন’ মানুষ” নামে স্বল্পদৈর্ঘ্য ছবিটির শুটিং শুরু হবে আগামী ১৫ মার্চ। এটি তৈরি করবেন রেজওয়ান সিদ্দিকী অর্ণ। তিনি জানান, পুরান ঢাকার শ্যামবাজারে এর চিত্রধারণ হবে। চলচ্চিত্র উৎসব মাথায় রেখে তৈরি করা হচ্ছে “ন’ মানুষ”। পরে দর্শকরা এটি অনলাইনে উপভোগ করতে পারবেন। ছবিটিতে শহীদুজ্জামান সেলিমের সঙ্গে আরও অভিনয় করছেন মাহিয়া। ছবিটি প্রযোজনা করছে পজেটিভ সিস্টেম অ্যান্ড সাপোর্টস।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।