ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

দুঃস্থদের জন্য ক্রিকেট অ্যাকাডেমি খুলবেন সোনু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
দুঃস্থদের জন্য ক্রিকেট অ্যাকাডেমি খুলবেন সোনু সোনু সুদ (ছবি: সংগৃহীত)

দক্ষ অভিনেতা ও প্রযোজক হিসেবে বলিউডে অনেক আগে নিজের জায়গা দখল করে নিয়েছেন সোনু সুদ। শুধু অভিনয় নয়, খেলাধুলার প্রতিও বেশ আগ্রহ রয়েছে তার। তাইতো এবার দুঃস্থদের জন্য ক্রিকেট অ্যাকাডেমি তৈরির সিদ্ধান্ত নিয়েছেন বলিউডের এই অভিনেতা।

কেনো ক্রিকেট অ্যাকাডেমি খুলবেন তিনি? এমন প্রশ্নের জবাবে ‘হ্যাপি নিউ ইয়ার’খ্যাত এই অভিনেতা জানান, ‘এখনকার দিনে মাঠে একজন ভালো ক্রিকেটার খুঁজে পাওয়া অনেক মুশকিল। বিশেষ করে পাবলিক মাঠে, যেখানে একসঙ্গে ৪০ জন করে খেলোয়ার খেলে থাকে।

এমনকি তাদের শেখানোর জন্য পেশাদার কোনো ট্রেইনারও থাকে না। ’

তিনি আরও জানান, ‘আমরা আমাদের অ্যাকাডেমির জন্য ক্রিকেটার দেভেস উপাধ্যায়কে কোচ হিসেবে নিযুক্ত করেছি। এছাড়া আমরা সকল প্রকার সুযোগ-সুবিধা, পর্যাপ্ত ক্রিকেট সামগ্রী রাখা ও বাচ্চারা যাতে সঠিকভাবে সবকিছুর প্রশিক্ষণ নিতে পারে সেদিকেও খেয়ালা রাখছি। আমি চেষ্টা করবো বিভিন্ন জায়গায় আমার ক্রিকেট অ্যাকাডেমির আরও কয়েকটি শাখা খোলার। ’  

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।