ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

এসেছেন নাসিরুদ্দিন শাহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
এসেছেন নাসিরুদ্দিন শাহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নাসিরুদ্দিন শাহ ও তার স্ত্রী রত্না পাঠক (ছবি: সংগৃহীত)

ঢাকায় এসে পৌঁছেছেন উপমহাদেশের নামজাদা অভিনেতা নাসিরুদ্দিন শাহ। দেশীয় দর্শকের কাছে চলচ্চিত্র তারকা হিসেবে খ্যাতি পেলেও তিনি একজন তুখোড় মঞ্চ অভিনেতা। প্রথমবার ঢাকায় এসেছেন তিনি মঞ্চে আলো ছড়াবেন বলে।

২০ এপ্রিল দুপুর ১২টায় জেট এয়ারয়েজের একটি বিমানে করে ঢাকায় এসেছেন নাসিরুদ্দিন শাহ ও তার মঞ্চ দলের কর্মীরা। আয়োজক প্রতিষ্ঠান ব্লুজ কমিউনিকেশনসের এক কর্মকর্তা জানান, বিশিষ্ট এই অভিনেতাকে এখন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিয়ে যাওয়া হচ্ছে রাজধানীর একটি হোটেলে।

২১ এপ্রিল সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের নবরাত্রি মিলনায়তনে নিজের দল মোটলির সদস্যদের নিয়ে মঞ্চে উঠবেন নাসিরুদ্দিন। ‘ইসমাত আপা কে নাম’ নাটকটিতে আরও অভিনয় করবেন রত্না পাঠক শাহ ও হিবা শাহ।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।