ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ফারহানা-নাজিবের যৌথ চিত্র প্রদর্শনী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০১ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
ফারহানা-নাজিবের যৌথ চিত্র প্রদর্শনী নাজিব তারেকের আঁকা একটি ছবি

চিত্রশিল্পী হিসেবে পরিচিতি পেয়েছেন দু’জন। তারা হলেন ফারহানা আফরোজ ও নাজিব তারেক। এবার দুই শিল্পীর আঁকা বেশ কিছু ছবি দেখা যাবে একই গ্যালারিতে। ফারহানা-নাজিবের যৌথ চিত্র প্রদর্শনীর নাম দেওয়া হয়েছে ‘নির্মাণ’।

১০দিনের এই চিত্র প্রদর্শনী উপলক্ষে থাকছে উদ্বোধনী অনুষ্ঠান। এতে শিল্পীদের উপস্থিতিতে আমন্ত্রিত অতিথিরা কথা বলবেন।

৫ মে মোহাম্মদপুরের স্টুডিও ৬/৬-এ বিকেল সাড়ে ৫টায় হবে এই আয়োজন। পরদিন থেকে ১৫ মে পর্যন্ত চলবে চিত্র প্রদর্শনী।

প্রতিদিন থাকছে চিত্র প্রদর্শনী। দর্শনার্থীদের জন্য ছবি প্রদর্শনীর সময় নির্ধারণ করা হয়েছে বিকেল ৪টা থেকে রাত ৯টা।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
এসও/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।