ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মিজু আহমেদের মৃত্যুর কারণে গল্পে পরিবর্তন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৩ ঘণ্টা, মে ২, ২০১৭
মিজু আহমেদের মৃত্যুর কারণে গল্পে পরিবর্তন মিজু আহমেদ (ছবি: সংগৃহীত)

চলচ্চিত্রের শক্তিমান খল অভিনেতা মিজু আহমেদ ২৭ মার্চ মৃত্যুবরণ করেন। জীবনের শেষ দিন পর্যন্ত এই শিল্পী নিজেকে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত রেখেছিলেন।

ইলিয়াস ভুঁইয়া পরিচালিত ‘মানুষ নামের অমানুষ’ ছবির শুটিংয়ে অংশ নিতে রাজধানীর কমলাপুর থেকে ট্রেনযোগে দিনাজপুর যাবার পথে এয়ারপোর্ট স্টেশনের কাছে হৃদরোগে আক্রান্ত হয়ে মিজু মারা যান।

আকস্মিক মৃত্যুতে থেমে গেছে তার অভিনীত বেশ কয়েকটি ছবির কাজ।

এর মধ্যে উল্লেখ্যযোগ্য ছটকু আহমেদ পরিচালিত ও মনোয়ার হোসেন ডিপজল প্রযোজিত ‘এক কোটি টাকা’।

এই ছবির বেশির ভাগ কাজই মিজু শেষ করেছিলেন। তার শুটিং বাকি থাকায় ছবিটির গল্প ঘোরানো হচ্ছে। বাকি থাকা সিকোয়েন্স ঘুরিয়ে ফের ছবিটির শুটিং শুরু হবে বলে বাংলানিউজকে জানিয়েছেন এই ছবির নির্মাতা ছটকু আহমেদ।

ছটকু আহমেদ বললেন, ''একটানা শুটিং করে ইতিমধ্যেই ‘এক কোটি টাকার’ বেশির ভাগ কাজ শেষ করেছি। প্রায় সত্তর ভাগ কাজ শেষ হয়েছে। এখন দুটি কারণে ছবিটির শুটিং বন্ধ রয়েছে। একটি হলো এই ছবির গ্রহণযোগ্য অভিনেতা মিজু আহমেদের মৃত্যু। আরেকটি কারণ হচ্ছে এই ছবির প্রযোজক এবং অভিনেতা ডিপজলের মায়ের মৃত্যু। মিজু আহমেদের অল্প কিছু কাজ বাকি ছিলো ছবিটিতে। তার (মিজু আহমেদ) বাকি থাকা কাজের জন্য গল্পের পরিবর্তন হচ্ছে। মিজুর বেশির ভাগ কাজ শেষ হয়ে গিয়েছিলো বলেই তার ফুটেজ বাদ দিতে পারছি না। তাই গল্পে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছি। তবে মিজুর পরিবর্তে অন্য কোনো অভিনেতাকে দেখা যাবে না, এমনভাবেই গল্প ঘোরানোর সিদ্ধান্ত নিয়েছি। যেখানে মিজু আহমেদের চরিত্রের আর কোনো ফুটেজ দরকার হবে না। এখনো নতুন করে গল্প লেখার কাজ শুরু করিনি। তবে দু’ একদিনের মধ্যেই গল্প লেখার কাজ শুরু করবো। ''

‘এক কোটি টাকা’য় মিজু আহমেদ ছাড়া আরও অভিনয় করছেন ডিপজল, বাপ্পি চৌধুরী, আঁচল, শিরিন শিলা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, মে ০২, ২০১৭
পিএএস/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।