ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ভালো গানের অঙ্গীকারে সিঁথির মিউজিক ভিডিও উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, মে ২, ২০১৭
ভালো গানের অঙ্গীকারে সিঁথির মিউজিক ভিডিও উদ্বোধন সিঁথির গানের ভিডিও উদ্বোধন

ঢাকা: উপলক্ষ ছিলো কণ্ঠশিল্পী সিঁথিসাহার ‘আমি তোমাকে চাই’ গানের মিউজিক ভিডিও উদ্বোধন। এজন্য মঙ্গলবার ০২ মে) ঢাকা ক্লাবে রসিনহা লাউঞ্জে (১ম তলা) বসে তারার হাট।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শোভা বাড়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। ছিলেন-কণ্ঠশিল্পী মেহরীন, মিউজিশিয়ান ফুয়াদ নাসের বাবু, চলচ্চিত্র পরিচালক গিয়াস উদ্দিন সেলিম, জি সিরিজের কর্ণধার নাজমুল হক ভূইয়াসহ সঙ্গীত জগতের অনেকেই।

সিঁথির পরিবার-পরিজন, শুভানুধ্যায়ীরা ছাড়াও আমি তোমাকে চাই গানের সুর-সঙ্গীতকার ইন্দ্রদীপ দাশ গুপ্ত উপস্থিত ছিলেন।

মিউজিক ভিডিওর উদ্ধোধনী বক্তব্যে উপাচার্য আরেফিন সিদ্দিক ভবিষ্যতে সিঁথির সঙ্গীতচর্চার জন্য শুভকামনা এবং এই মিউজিক ভিডিওর জন্য শুভেচ্ছা জানান।

তিনি বলেন, আমি আশা করি, সিঁথি ভবিষ্যতে আরও ভালো ভালো গান উপহার দেবেন।
সিঁথির গানের ভিডিও উদ্বোধন

অঙ্গীকার রাখেন সিঁথিও। বলেন, আমার অনেক অনেক গান হোক তা চাইনা। আমি চাই, আমার ১০টি গান হোক, তবে তা যেনো হয় মানসম্মত। সবাই সেই গান মনে রাখবে ও ভালো বাসবে।

গানের প্রতি সিঁথির আলাদা রকমের ভালোবাসা রয়েছে। এই মিউজিক ভিডিওটির ক্ষেত্রেও সে যে যত্ন নিয়েছে এজন্য তার ধন্যবাদ প্রাপ্য, বলেন মেহরীন।

সবার শুভেচ্ছা বক্তব্য শেষ হলে মিউজিক ভিডিওর উদ্বোধন করেন ঢাবি উপাচার্য। সন্ধ্যা সোয়া ৭টার দিকে হল মাতিয়ে তোলে ‘আমি তোমাকে চাই’।

শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের লেখা গানের মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন ঋকবসু। ভিডিওটির প্রযোজনা-পরিবেশনায় ছিলোঅগ্নিবীণা ও জি সিরিজ।

বাংলাদেশসময়: ০৩৫০ ঘণ্টা, মে ০২, ২০১৭
এসএনএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।