ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

পপির হাতে ছবি নেই কেন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২১ ঘণ্টা, মে ৪, ২০১৭
পপির হাতে ছবি নেই কেন পপি, ছবি: সংগৃহীত

তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী সাদিকা পারভীন পপি। এক সময়ের ব্যস্ত এই নায়িকা এখন আর নিয়মিত অভিনয় করছেন না, দাঁড়াচ্ছেন না ক্যামেরার সামনে। মাঝে মধ্যে পপিকে চলচ্চিত্র সংশ্লিষ্ট কিছু অনুষ্ঠানে হাজির হতে দেখা যায়। এই নায়িকার সাম্প্রতিক ব্যস্ততা চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরে। 

বেশ আগে শুটিং শেষ হওয়া নারগিস আক্তারের ‘পৌষ মাসের পিরিতি’ ছবিটি দেখেছেন পপির ভক্তরা। গত বছর সেপ্টেম্বরে মুক্তি পাওয়া ছবিটি দর্শকমনে আশা জাগাতে পারেনি।

এর মধ্যে পপি শুটিংয়ে অংশ নেন ‘সোনাবন্ধু’ ছবির। ছবিতে পপির বিপরীতে অভিনয় করেছেন ডি এ তায়েব। চলতি বছরে ছবিটি মুক্তির সম্ভাবনা রয়েছে। এটি ছাড়া আর কোনো ছবি নেই মুক্তির তালিকায়। তবে প্রায়ই নাটকে অভিনয়ের খবর দিচ্ছেন তিনি।

এদিকে সবশেষ ‘আমেরিকান ড্রিম’ ছবিতে চুক্তিবদ্ধ হলেও পপিকে সরে দাঁড়াতে হয়। এ নিয়ে মামলাও হয়েছিলো। এ নিয়ে খবরের শিরোনামেও এসেছিলেন পপি।  

অন্যদিকে পপির বর্তমান ব্যস্ততা ৫ মে অনুষ্ঠিতব্য শিল্পী সমিতির নির্বাচন নিয়ে। তিনি এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল থেকে কার্যনির্বাহী পদে লড়ছেন এই অভিনেত্রী। জয় পেতে ভোটের মাঠে পপির দৌঁড়ঝাঁপ ভোটারদের দৃষ্টি কেড়েছে।

চলচ্চিত্রে ব্যস্ততা কমে যাওয়া নিয়ে পপি মন্তব্য জানিয়েছেন বাংলানিউজকে। তিনি বলেছেন, ‘এখন যেসব ছবি হচ্ছে এগুলোর মান ভালো হচ্ছে না। আমার কাছে এমন অনেক ছবির চিত্রনাট্য পড়ে আছে। আমি সারা জীবনই একটু বেছে বেছে ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি, এটি সাংবাদিকেরাও জানেন। এ কারণেই হয়তো মনে হতে পারে আমি অনিয়মিত। তবে ভালো ছবি হলে অবশ্যই নিয়মিত হবো। অভিনয়ের জন্য সারা জীবনই অনেক স্ট্রাগল করেছি, এখনো করছি। ’

পপি, ছবি-বাংলানিউজসাম্প্রতিককালের স্থিরচিত্রে পপিকে বেশ ‘স্লিম’ মনে হচ্ছে— এমন মন্তব্যের জবাবে তিনি বললেন, ‘পর্দায় নেই তো কি হয়েছে? নিজেকে ফিট রাখার জন্য নিয়মিত জিম করছি। ভালো গল্পের ছবির প্রস্তাব পেলে যে কোনো সময় দর্শকের সামনে আসার জন্য প্রস্তুত আমি। ’ 

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, মে ০৪, ২০১৭
পিএএস/এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।