ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

এলেন মিতালী ও লোপামুদ্রা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, মে ৪, ২০১৭
এলেন মিতালী ও লোপামুদ্রা মিতালী মুখার্জি ও লোপামুদ্রা মিত্র (ছবি: সংগৃহীত)

দুই ভারতীয় গায়িকা মিতালী মুখার্জি ও লোপামুদ্রা মিত্র এখন ঢাকায়। শুক্রবার (৫ মে) পৃথক মঞ্চে উপস্থিত থাকছেন তারা। প্রথমজন অংশ নেবেন গানের বিচারকাজের গ্র্যান্ডফিনালে অনুষ্ঠানে। অন্যজন মঞ্চ মাতাবেন গানে গানে। 

‘ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালেতে অতিথি বিচারক থাকছেন উপমহাদেশের জনপ্রিয় গায়িকা মিতালী মুখার্জি। শুক্রবার (৫ মে) সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

জানা যায়,  ৪ মে মুম্বাই থেকে ঢাকায় এসেছেন মিতালী মুখার্জি। অনুষ্ঠানে তিনি গানও গাইবেন। ৭ মে মুম্বাই ফিরে যাবেন মিতালী।

‘ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতার প্রধান দুই বিচারক থাকছেন ফেরদৌস আরা ও এস আই টুটুল।

এদিকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় প্রয়াত লোক সংগীতশিল্পী ও গবেষক কালিকাপ্রসাদকে স্মরণে থাকছে বিশেষ আয়োজন। গানে গানে স্মরণ করা হবে ওপার বাংলার এ শিল্পীকে।

অনুষ্ঠানে উপস্থিত থাকছেন কালিকার বন্ধু পশ্চিম বাংলার শিল্পী লোপামুদ্রা মিত্র ও কালিকা প্রসাদের স্ত্রী ঋতচেতা। তারা এরই মধ্যে ঢাকায় এসে পৌঁছেছেন।  যৌথভাবে কালিকা স্মরণানুষ্ঠান আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও ফ্রেন্ডস অব বাংলাদেশ।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৬টায় অনুষ্ঠানে আরও গান করবেন টুটুল বাউল, অনিমা মুক্তি গোমেজ, চন্দনা মজুমদার, আবু বকর সিদ্দিক ও জলের গান।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, মে ০৪, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।