ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

কেন ভোট দেননি নায়করাজ?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, মে ৫, ২০১৭
কেন ভোট দেননি নায়করাজ? রাজ্জাক, ছবি: সংগৃহীত

সোহেল রানা, কবরী, ববিতা, ফারুক, আলী রাজ, সুচান্দা, অরুণা বিশ্বাস, রানী— এমন বয়োজেষ্ঠ্য তারকাদের ‍পদচারণায় মুখর এফডিসি। উদ্দেশ্য একটাই, চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন নেতা নির্বাচন। এই উৎসব মুখর ভোটের দিনে এফডিসিতে ছিলেন না শুধু একজন। তিনি নায়করাজ রাজ্জাক। শারীরিক অসুস্থতার কারণে ভোট দিতে পারেননি এই কিংবদন্তি।

শুক্রবার (৫ মে) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন নবীন প্রবীন চলচ্চিত্র শিল্পীরা। গুরুত্বপূর্ণ এই নির্বাচনের ওপর নির্ভর করছে চলচ্চিত্রের ভবিষ্যৎ।

দেশীয় চলচ্চিত্রের স্বার্থ রক্ষায় রাজ্জাক নিশ্চয়ই পছন্দের প্রার্থীকে ভোট দিতেন। কিন্তু এবার তেমন চিত্র দেখা যায়নি। জন্ডিসে আক্রান্ত হওয়ার কারণে রাজ্জাক বিশ্রামে রয়েছেন। প্রথমবারের মতো ভোট না দেওয়ার ঘটনা ঘটলো তার জীবনে।

রাজ্জাকের পুত্র অভিনেতা বাপ্পারাজ বাংলানিউজের সঙ্গে আলাপে বলেন, ‘আব্বা এখন বেশ অসুস্থ্য। জন্ডিসে ভুগছেন তিনি। তার ইচ্ছে ছিলো ভোট দেবেন। বরাবরই ভোটাধিকার প্রয়োগ করলে এবারই ব্যতিক্রম ঘটলো। সবাই তার জন্য দোয়া করবেন। ’

বাংলাদশ সময়: ১৮৫৭ ঘণ্টা, মে ০৫, ২০১৭
এসও/পিএএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।